Joins BJP

মমতার হাত ধরে তৃণমূল, কেজরীর উপস্থিতিতে আপ, প্রাক্তন সেই কংগ্রেস নেতা অশোক এ বার বিজেপিতে

২০২১-এ বাংলায় তৃতীয় বার ক্ষমতা দখলের পর নভেম্বর মাসে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটকুশলী প্রশান্ত কিশোরের উদ্যোগেই তখন অশোক তৃণমূলে এসেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

জয়পুর শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৩ ১৬:৪৮
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

দু’বছরের মধ্যে তিন বার দল বদলালেন হরিয়ানা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক তানওয়ার। তবে নিজের রাজ্যে নয়, শনিবার ভোটমুখী রাজস্থানে গিয়ে পদ্মশিবিরে শামিল হয়েছেন তিনি। অশোকের পাশাপাশি রাজস্থানের প্রাক্তন মন্ত্রী রামগোপাল বয়েরওয়া শনিবার বিজেপিতে যোগ দিয়েছেন।

Advertisement

২০২১-এ বাংলায় তৃতীয় বার ক্ষমতা দখলের পর নভেম্বর মাসে যখন দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোরের উদ্যোগেই অশোক কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই তৃণমূল নিয়ে তাঁর মোহভঙ্গের কথা জানিয়ে ২০২২ সালের এপ্রিলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের উপস্থিতিতে আমআদমি পার্টি (আপ)-তে যোগ দিয়েছিলেন তানওয়ার।

২০০৯ সালে হরিয়ানার সিরসা লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক। পরে হরিয়ানা প্রদেশ কংগ্রেস সভাপতিও হন। ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা ভোটে হেরে গিয়েছিলেন তিনি। এর পর প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডার সঙ্গে মতবিরোধের জেরে দল ছাড়েন।

Advertisement

২০২১ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে নতুন দল ‘আপনা ভারত মোর্চা’ গড়ার কথা ঘোষণা করেন অশোক। কিন্তু সে বছরের নভেম্বরে দিল্লিতে মমতার সঙ্গে দেখা করে তৃণমূলে যোগদানের কথা ঘোষণা করেছিলেন। এর পর আপ ঘুরে শনিবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌরের উপস্থিতিতে হরিয়ানার দলিত নেতা যোগ দিলেন বিজেপিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন