দেশের প্রথম লোকপাল পদে পিনাকী ঘোষই

২০১৩-এর ডিসেম্বরে লোকপাল বিল পাশ হয় সংসদে। কিন্তু তার পরে লোকপাল নিয়োগ হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন 

কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০৪:১৯
Share:

বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ

রবিবার সরকারি সূত্রে দাবি করা হয়েছিল লোকপালের চেয়ারম্যান পদে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষের নাম বিবেচনা করছে নিয়োগ কমিটি। আজ রাষ্ট্রপতি ভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, তাঁকেই লোকপালের চেয়ারম্যান পদে নিয়োগে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লোকপালের বিচারবিভাগীয় সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন বিচারপতি দিলীপ বি ভোসেল, প্রাক্তন বিচারপতি প্রদীপকুমার মহান্তি, প্রাক্তন বিচারপতি অভিলাষা কুমারী ও ছত্তীসগঢ় হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি অজয়কুমার ত্রিপাঠী। বিচারবিভাগ-বহির্ভূত সদস্যদের মধ্যে রয়েছেন সশস্ত্র সীমা বলের প্রাক্তন প্রধান অর্চনা রামসুন্দরম, প্রাক্তন আমলা দীনেশকুমার জৈন, মহেন্দ্র সিংহ ও ইন্দ্রজিৎপ্রসাদ গৌতম।

২০১৩-এর ডিসেম্বরে লোকপাল বিল পাশ হয় সংসদে। কিন্তু তার পরে লোকপাল নিয়োগ হয়নি। এ নিয়ে মামলা হয়। সম্প্রতি সুপ্রিম কোর্ট ১০ দিনের মধ্যে নিয়োগ কমিটির বৈঠকের সম্ভাব্য দিন জানাতে নির্দেশ দেয়। ১৫ মার্চ নিয়োগ কমিটির বৈঠক হয়। কিন্তু বিরোধী দলনেতার মর্যাদা না পাওয়ায় তাতে যোগ দেননি কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কংগ্রেসের দাবি, সুপ্রিম কোর্টের চাপে বিদায়বেলায় লোকপাল নিয়োগ করছে মোদী সরকার। সময়ে লোকপাল নিয়োগ হলে রাফাল-দুর্নীতির অভিযোগ থেকে খোদ মোদীই রেহাই পেতেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন