K Chandrashekar Rao Hospitalized

সদ্য হারিয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর কুর্সি, পা পিছলে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি কেসিআর

সদ্য শেষ হওয়া তেলঙ্গানা বিধানসভা নির্বাচনে হার হয়েছে কেসিআর-এর দল বিআরএস বা ভারত রাষ্ট্র সমিতি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর কুর্সি হারিয়েছেন কেসিআর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৩ ০৮:৪৭
Share:

তেলঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। —ফাইল চিত্র ।

হাসপাতালে ভর্তি করানো হল তেলঙ্গানার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (রাজনৈতিক মহলে তিনি বেশি পরিচিত কেসিআর নামে)-কে। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে পা পিছলে পড়ে যান কেসিআর। গুরুতর চোট পান। এর পর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সূত্রের খবর, তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হায়দরাবাদের যশোদা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া তেলঙ্গানা বিধানসভা নির্বাচনে হার হয়েছে কেসিআর-এর দল বিআরএস বা ভারত রাষ্ট্র সমিতি (সাবেক টিআরএস বা তেলঙ্গানা রাষ্ট্র সমিতি)-র। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে কংগ্রেস। মুখ্যমন্ত্রীর কুর্সি হারিয়েছেন কেসিআর। রবিবারই নিজের পদত্যাগপত্র জমা দিয়ে দেন কেসিআর। বৃহস্পতিবার সে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন কংগ্রেসের রেবন্ত রেড্ডি।

২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে নতুন রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল তেলঙ্গানা। সে রাজ্যের প্রথম বিধানসভা ভোটে তাঁর দল জেতার পর মুখ্যমন্ত্রী হয়েছিলেন কেসিআর। ২০১৮ সালের তেলঙ্গানা ভোটেও মুখ্যমন্ত্রী হিসাবে ফিরেছিলেন তিনি। তবে ‘হ্যাট্রিক’ করতে পারলেন না ২০২৩-এ। রাহুল গান্ধী, সনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খড়্গের আবেদনে সাড়া দিয়ে কংগ্রেসকে জেতাল ‘কিশোর’ তেলঙ্গানার বাসিন্দারা। ১১৯ আসনের বিধানসভায় কংগ্রেস ৬৪টি আসন জিতেছে। বিআরএস জিতেছে ৩৯টি আসন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন