বদ্ধ ঘরে মৃত চার

রহস্যজনক ভাবে মারা গেল ৪ জন। ডিব্রুগড় জেলা পুলিশ জানিয়েছে, গত কাল দুলিয়াজানের ১ নম্বর কাঠালগুড়ি গ্রামে এক মহিলা মারা যাওয়ার পরে তাঁর অন্ত্যেষ্টিতে হাজির হয়েছিলেন সুমতি শইকিয়া, স্বয়ম্বর দাস, মুনু মুড়া ও বাবলু গড়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০৩:১১
Share:

রহস্যজনক ভাবে মারা গেল ৪ জন। ডিব্রুগড় জেলা পুলিশ জানিয়েছে, গত কাল দুলিয়াজানের ১ নম্বর কাঠালগুড়ি গ্রামে এক মহিলা মারা যাওয়ার পরে তাঁর অন্ত্যেষ্টিতে হাজির হয়েছিলেন সুমতি শইকিয়া, স্বয়ম্বর দাস, মুনু মুড়া ও বাবলু গড়। রাত হয়ে যাওয়ায় গ্রামের বলিন দাসের বাড়িতেই তাঁরা থেকে যান। আজ সকালে ঘর থেকে তাঁদের চারজনেরই প্রাণহীন দেহ মেলে। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, বদ্ধ ঘরে শ্বাসরুদ্ধ হয়ে বা খাদ্যে বিষক্রিয়ার ফলেই তাঁদের মৃত্যু হয়েছে।

Advertisement

নিখোঁজ দুই কিশোরী। তিন দিন ধরে নিখোঁজ দুই কিশোরী। গুয়াহাটি লাগোয়া জোড়াবাটের এই ঘটনা সম্পর্কে পুলিশ জানায়, রবিবার থেকে জোড়াবাটের পাথরকুচি এলাকার দুই কিশোরী পিংকি ওরাং (১১) ও পিংকি বড়োর (১২) কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement