জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান বাহিনীর। ছবি: সংগৃহীত।
মণিপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল চার জঙ্গি। মঙ্গলবার সকালে বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি (ইউকেএনএ)-র চার জঙ্গির মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গোপন সূত্রে বাহিনীর কাছে খবর আসে, খাঁপি নামে একটি গ্রামে ইউকেএনএ-র একদল জঙ্গি আশ্রয় নিয়েছে। সেই খবর পেয়েই নিরাপত্তাবাহিনী ওই গ্রামকে ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে।
পুলিশ সূত্রে খবর, চূড়াচান্দপুর থেকে ৮০ কিলোমিটার দূরে খাঁপি গ্রামে মঙ্গলবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় নিরাপত্তাবাহিনীর। সূত্রের খবর, ১৭ জঙ্গি আশ্রয় নিয়েছিল গ্রামে। বাহিনীর অভিযানে এক জঙ্গি ধরা পড়েছে। চার জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছে। বাকিরা পালিয়েছে। পলতক জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে অসম রাইফেলস এবং পুলিশের যৌথবাহিনী।
প্রসঙ্গত, চূড়াচান্দপুরের হেংলেপ গ্রামে গত মার্চে ইউকেএনএ-র বড় একটি শিবির গুঁড়িয়ে দিয়েছিল অসম রাইফেলস। গ্রামের অদূরে একটি জঙ্গলে জঙ্গিরা ডেরা তৈরি করেছিল। গত জুলাইয়ে কুকি ন্যাশনাল আর্মি (কেএনএ)-র ডেপুটি চিফকে খুন করে জঙ্গিরা। তার পর থেকেই ইউকেএনএ-বিরুদ্ধে অভিযান আরও জোরদার করে নিরাপত্তাবাহিনী।