গণধর্ষণ অবাস্তব, মুলায়মের মন্তব্যে ফের বিতর্ক

ছেলে ছোকরারা ‘একটু ভুল’ করতেই পারে। তা বলে ধর্ষণের শাস্তি ফাঁসি? গত বছর এপ্রিল মাসে এই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিংহ যাদব। আবারও ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিতর্কের শিরোনামে তিনি। গত কাল একটি অনুষ্ঠানে সমাজবাদী পার্টির এই নেতা বলেছেন, ‘‘গণধর্ষণ একটা অবাস্তব ঘটনা।’’ তাঁর প্রশ্ন, এ আবার সম্ভব নাকি?

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০২:৪৭
Share:

ছেলে ছোকরারা ‘একটু ভুল’ করতেই পারে। তা বলে ধর্ষণের শাস্তি ফাঁসি? গত বছর এপ্রিল মাসে এই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিংহ যাদব। আবারও ধর্ষণ নিয়ে মন্তব্য করে বিতর্কের শিরোনামে তিনি। গত কাল একটি অনুষ্ঠানে সমাজবাদী পার্টির এই নেতা বলেছেন, ‘‘গণধর্ষণ একটা অবাস্তব ঘটনা।’’ তাঁর প্রশ্ন, এ আবার সম্ভব নাকি?

Advertisement

মঙ্গলবার উত্তরপ্রদেশ সরকার আয়োজিত ই-রিকশা বিলির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুলায়ম। সেখানেই তিনি দাবি করেন, ধর্ষণের নিরিখে বিচার করলে তালিকায় শেষের দিকে নাম রয়েছে উত্তরপ্রদেশের। তিনি উত্তরপ্রদেশের সঙ্গে মধ্যপ্রদেশের তুলনা টেনে বলেন, উত্তরপ্রদেশের জনসংখ্যা ২১ কোটি আর মধ্যপ্রদেশের ৬ কোটি। তাঁর দাবি, এ সত্ত্বেও মধ্যপ্রদেশে ধর্ষণের হার ৯.৮ শতাংশ। যেখানে উত্তরপ্রদেশে ধর্ষণের হার মাত্র ২ শতাংশ। মুলায়ম আরও বলেছেন, ‘‘এমনকী রাজস্থানে, যা আর একটি বিজেপি-শাসিত রাজ্য, ধর্ষণের হার ৭ শতাংশ। আর দিল্লির বিষয়ে তো জিজ্ঞেসই করবেন না! আমি ওখানে থাকি। জানি কী ঘটে। তাই কোনও জায়গায় যদি সব চেয়ে কম ধর্ষণ হয়, তবে তা উত্তরপ্রদেশই।’’ কিন্তু তাঁর ছেলে তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে সেই ২ শতাংশের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করতে বলেছেন মুলায়ম।

এটুকু বলেই অবশ্য চুপ করে থাকেননি তিনি। গণধর্ষণ অসম্ভব ঘটনা বলে তাঁর পরের মন্তব্যটি উস্কে দিয়েছে বিতর্ক। তিনি বলেছেন, ‘‘এক জন ধর্ষণ করে। আর চার জনের নাম জুড়ে যায়। এ আবার হতে পারে নাকি? এ পুরো অবাস্তব।’’ আর কী করে ব্যাপারটা ‘অবাস্তব’ তার বিশদ ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বলেছেন, ‘‘এক জন হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, আর বাকিরা কোনও কারণে সেখানে উপস্থিত ছিল— এই তো। হয়তো চার ভাই সেখানে উপস্থিত ছিল, অমনি নাম জুড়ে গেল তাঁদের চার জনের!’’

Advertisement

আসলে মুলায়ম মনে করেন, এ সব গুজব রটিয়ে উত্তরপ্রদেশের নামে কলঙ্ক রটানোর চেষ্টা করছেন বিরোধীরা। তাঁর সপক্ষে যুক্তি সাজাতে বদায়ূঁর উদাহরণও তুলে আনেন তিনি। দাবি করেন, ‘‘বদায়ূঁর কাণ্ডটাকে অতিরিক্ত বড় করে দেখানো হচ্ছিল। কিন্তু সিবিআই তদন্তের পর জানা গিয়েছে তা আদৌ ধর্ষণ ছিল না।’’ মুলায়মের বক্তব্য, বদায়ূঁতে দুই বোনকে সম্পত্তির লোভে তাঁর তুতো ভাইরাই খুন করেছিল।

মুলায়মের এই যুক্তির পরেই বিরোধিতা করেন বদায়ূঁর ওই দুই বোনের পরিবার-পরিজন। তাঁরা বলেন, ‘‘ওঁকে (মুলায়মকে) ক্ষমা চাইতে হবে। এই ঘটনায় অভিযুক্ত তো মুলায়মেরই স্বজাতির লোক। তাই উনি তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন। উনি ক্ষমা না চাইলে আমরা ওঁর বিরুদ্ধে মানহানির মামলা করব।’’ ওই দুই বোনের পরিবারের পক্ষ থেকে শোহনলাল বলেন, ‘‘ওই দুই বোনের এক ভাইয়ের বয়স ২২ বছর, যে ওই কাণ্ডের সময় দিল্লিতে ছিল।’’

মুলায়ম এই মন্তব্য করার সঙ্গে সঙ্গেই সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। কংগ্রেসের শোভা ওঝা বলেছেন, ‘‘ধর্ষণের বিষয়ে মুলায়ম সিংহ অতীতেও এমন অপমানজনক মন্তব্য করেছেন। আসলে এ জাতীয় মন্তব্যে সমাজবিরোধীরাই আরও উৎসাহ পাবে।’’ একই সুর বিজেপির বিজয় বাহাদূর পাঠকের। তিনিও বলেছেন, ‘‘এই মন্তব্যে নতুন কিছুই নেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement