Maoists

মাওবাদীদের হাতে খুন চার গ্রামবাসী

মৃতদের মধ্যে তিন জনের নাম পুনেম সান্নু, গোরে সান্নু ওরফে ধ্রুব, আয়তু ওরফে ফল্লি। এঁরা সকলেই পুশনার গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

রায়পুর শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২০ ০২:৩৪
Share:

প্রতীকী ছবি।

পুলিশের চর সন্দেহে ছত্তীসগড়ের বিজাপুরে চার গ্রামবাসীকে খুন করল মাওবাদীরা। পুলিশ জানায়, রাস্তা তৈরি-সহ একাধিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করায় ডুমরি-পালনার অঞ্চলের জঙ্গলে ডেকে পাঠানো হয়েছিল কয়েক জন গ্রামবাসীকে। তাঁদের মধ্যেই ছিলেন ওই চার জন। মারধর করা হয় বাকি গ্রামবাসীদের। যদিও একই সঙ্গে ওই চার জনকে মারা হয়েছে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে বলে শনিবার জানিয়েছেন গঙ্গালুর থানার পুলিশকর্তা পি সুন্দররাজ।

Advertisement

মৃতদের মধ্যে তিন জনের নাম পুনেম সান্নু, গোরে সান্নু ওরফে ধ্রুব, আয়তু ওরফে ফল্লি। এঁরা সকলেই পুশনার গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। পাশের মেটাফল গ্রামে থাকতেন তুলসী নামে চতুর্থ জন। শনিবার খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তদন্ত চলছে বলে জানিয়েছে তারা। তবে এখনই তা নিয়ে মুখ খুলতে চাননি কর্তারা।

গত কয়েক মাসে বিশেষত বস্তার এলাকায় গ্রামবাসীদের উপর মাওবাদীদের অত্যাচারের ঘটনা বেড়েছে বলে পুলিশ সূত্রের খবর। অগস্টে বেশ কয়েক জন মহিলা-সহ ১০ জন গ্রামবাসীকে মারধরের অভিযোগ ওঠে মাওবাদীদের বিরুদ্ধে। এই প্রসঙ্গে এক পুলিশকর্তার ব্যাখা, ‘‘সমর্থন কমে যাওয়ায় আশঙ্কায় ভুগছে মাওবাদীরা। তাদের ঘাঁটি হিসেবে পরিচিত বিজাপুর এবং সুকমার মতো জেলাগুলিতে নিরাপত্তাবাহিনীর টহলদারী বাড়ার ভয়ও রয়েছে। সব মিলিয়ে তৈরি হওয়া হতাশা থেকেই বার বার গ্রামবাসীদের উপর চড়াও হচ্ছে মাওবাদীরা।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন