Punjab

মেয়েদের নিখরচায় পড়াশোনার ব্যবস্থা করতে চলেছে পঞ্জাব সরকার

কংগ্রেস শাসিত পঞ্জাবে নজিরবিহীন ভাবে দেশে প্রথম প্রাথমিক থেকে পিএইচডি পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে নিখরচায় পড়াশোনা করতে পারবে মেয়েরা। পাশাপাশি, রাজ্যের ১৩ হাজার প্রাথমিক স্কুল আর ৪৮টি সরকারি কলেজে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার।

Advertisement
শেষ আপডেট: ২০ জুন ২০১৭ ২৩:১৭
Share:

নিখরচায় পড়াশোনার ঘোষণার পর উল্লাস পঞ্জাবে। ছবি: পিটিআই।

রাজ্যে মেয়েদের পড়াশোনার আর কোনও খরচই লাগবে না। সোমবার এমনটাই ঘোষণা করল পঞ্জাব সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হবে এই নতুন নিয়ম।

Advertisement

কংগ্রেস শাসিত পঞ্জাবে নজিরবিহীন ভাবে দেশে প্রথম প্রাথমিক থেকে পিএইচডি পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে নিখরচায় পড়াশোনা করতে পারবে মেয়েরা। পাশাপাশি, রাজ্যের ১৩ হাজার প্রাথমিক স্কুল আর ৪৮টি সরকারি কলেজে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার।

২০১১-র জনগননার রিপোর্ট অনুযায়ী, পঞ্জাবে মোট সাক্ষর মানুষের সংখ্যা ১ কোটি ৮৭ লক্ষ ৭ হাজার ১৩৭। এই রিপোর্ট অনুযায়ী, এ রাজ্যের শিক্ষার হার ৭৫.৮৪ শতাংশ যেখানে গোটা দেশে এই হার ৭৩.০ শতাংশ। রাজ্যের পুরুষদের সাক্ষরতার হার ৮০.৪৪ শতাংশ এবং মহিলাদের ৭০.৭৩ শতাংশ। পঞ্জাব সরকারের এই সিদ্ধান্ত সে রাজ্যের মহিলাদের শিক্ষার হারে আরও উন্নতি ঘটবে বলেই মত দেশের বিভিন্ন মহলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement