dawood ibrahim

রত্নগিরিতে দাউদের অবিক্রিত সম্পত্তির নিলাম করবে সরকার, সঙ্গে সাগরেদের ফ্ল্যাটও

নতুন করে ওই নিলাম ডাকা হবে আগামী ১ এবং ২ ডিসেম্বর।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ১২:০৩
Share:

মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। -ফাইল ছবি।

মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ও তাঁর প্রয়াত সাগরেদ ইকবাল মিরচির অবিক্রিত সম্পত্তিগুলি বিক্রি করার জন্য ফের নিলাম ডাকা হচ্ছে। ‘স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটর্স (ফরফিচার অব প্রপার্টি) অ্যাক্ট (এসএএফইএমএ)’ অনুযায়ী ওই অবিক্রিত সম্পত্তিগুলির ফের নিলাম ডাকা হচ্ছে বলে একটি সরকারি সূত্র জানিয়েছে।

Advertisement

সূত্রের খবর, নতুন করে ওই নিলাম ডাকা হবে আগামী ১ এবং ২ ডিসেম্বর।

দাউদের অবিক্রিত ৭টি সম্পত্তির মধ্যে সম্প্রতি ৬টি সম্পত্তি নিলামে বিক্রি করা হয়। কিন্তু কয়েকটি কারণে দাউদের একটি সম্পত্তি সেই সময় নিলামে বিক্রি করা সম্ভব হয়নি।

Advertisement

দাউদের এই অবিক্রিত সম্পত্তিটি রয়েছে মহারাষ্ট্রের রত্নগিরি জেলার লোতে গ্রামে। এ বার এই সম্পত্তিটিরই নিলাম হবে বিক্রির জন্য।

আরও পড়ুন: জেএনইউ-এ স্বামীজির মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী, প্রতিবাদ ছাত্র সংসদের

আরও পড়ুন: ৩০০ ভরি সোনায় কালীকে সাজিয়ে কী চাইলেন অনুব্রত

সরকারি সূত্রের খবর, এ ছাড়াও নিলাম হবে আরও একটি অবিক্রিত সম্পত্তির। মুম্বইয়ের পশ্চিম শহরতলির একটি বিলাসবহুল ফ্ল্যাট। সেটির মালিকানা ছিল দাউদের প্রয়াত সাগরেদ ইকবাল মিরচির। মিরচির মৃত্যু হয় ২০১৩ সালে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন