গোরক্ষা দুর্নীতিতে বিদ্ধ যাদব পরিবার

অভিযোগের পিছনে রাজনৈতিক প্রতিহিংসাই দেখছেন মুলায়ম সিংহ যাদবের পুত্রবধূ। গোসেবা আয়োগের অনুদান বণ্টনে অনিয়ম নজরে এলে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৭ ০৩:৪৯
Share:

দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে বিদ্ধ অখিলেশ যাদব।— ফাইল চিত্র।

গোরক্ষার নামে কয়েক কোটি টাকার দুর্নীতিতে নাম জড়াল সমাজবাদী পার্টির। স্বজনপোষণের অভিযোগে আবারও বিদ্ধ উত্তরপ্রদেশের ‘হাই প্রোফাইল’ যাদব পরিবার। তথ্য জানার অধিকার আইনে সম্প্রতি জানা গিয়েছে, গোরক্ষা খাতে অখিলেশ জমানায় রাজ্যের পশুপালন দফতর যে অনুদান বরাদ্দ করেছিল, গত ছ’বছরে তার ৮৬ শতাংশই ঢুকেছে অখিলেশের সৎভাই প্রতীকের স্ত্রী অপর্ণা যাদবের স্বেচ্ছাসেবী সংস্থায়। টাকায় অঙ্কটা প্রায় সাড়ে ৮ কোটি!

Advertisement

অপর্ণা নিজে যদিও অখিলেশ সরকারের বিরুদ্ধে ওঠা স্বজনপোষণের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, ‘‘কোনও সংস্থা যদি সত্যিই ভাল কাজ করে, তার অনুদান পেতে বাধাটা কোথায়?’’ এমন অভিযোগের পিছনে রাজনৈতিক প্রতিহিংসাই দেখছেন মুলায়ম সিংহ যাদবের পুত্রবধূ। গোসেবা আয়োগের অনুদান বণ্টনে অনিয়ম নজরে এলে বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। তদন্ত চাইছেন আরটিআই আন্দোলনকারী নূতন ঠাকুরও। তাঁরই এক প্রশ্নের উত্তরে সম্প্রতি গোসেবা আয়োগ জানায়, কী ভাবে তাদের মোট বাজেট ৯.৬৬ কোটি টাকার বেশির ভাগটাই গিয়েছে অপর্ণার সংস্থা ‘জীব আশ্রয়’-এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন