প্রতীকী চিত্র।
রাজ্যে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড-এ একাধিক পদমর্যাদায় কর্মখালি। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার তরফে। জানানো হয়েছে, সংস্থার বিভিন্ন বিভাগে পেশাদার প্রয়োজন। আগ্রহী প্রার্থীরা শুক্রবার থেকেই অনলাইনে তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন।
সংস্থায় এগ্জ়িকিউটিভ ডিরেক্টর, চিফ জেনারেল ম্যানেজার, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র ম্যানেজার, প্রজেক্ট সুপারিন্টেডেন্ট-এর মতো উচ্চ পদমর্যাদায় কাজের সুযোগ রয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ১০৭। তাঁদের সংস্থার টেকনিক্যাল, সিকিউরিটি, মেডিক্যাল, আইটি, সিভিল, সেফটি, মেকানিক্যাল-সহ নানা বিভাগে কাজের দায়ভার সামলাতে হবে। কিছু পদে নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। কিছু পদে স্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে।
পদ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ২৮ বা ৫৬ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদের উপর নির্ভর করে নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে ৩০,০০০ থেকে ১,২০,০০০ টাকা বা সর্বাধিক ১,২০,০০০ থেকে ২,৮০,০০০ টাকা।
পদের উপর নির্ভর করে আবেদনকারীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি স্থির করা হয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়েই সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৫৯০ টাকা। আগামী বছরের ৯ জানুয়ারি আবেদনের শেষ দিন।
এর পর কিছু পদে শুধু মাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। বাকি পদের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।