এফটিআইআই আন্দোলন নিয়ে

গজেন্দ্র চৌহানকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর দাবিতে পড়ুয়াদের আন্দোলনে সামিল হলেন প্রাক্তনীরা। অচলাবস্থা কাটানোর জন্য হস্তক্ষেপ করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখা হবে বলে জানান প্রাক্তনীরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৫ ০২:৪১
Share:

গজেন্দ্র চৌহানকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর দাবিতে পড়ুয়াদের আন্দোলনে সামিল হলেন প্রাক্তনীরা। অচলাবস্থা কাটানোর জন্য হস্তক্ষেপ করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখা হবে বলে জানান প্রাক্তনীরা। আরএসএস-এর মুখপত্র ‘অর্গানাইজার’-এ লেখা হয়েছে, এফটিআইআইয়ের আন্দোলনকারী পড়ুয়ারা ‘হিন্দুত্ব-বিরোধী’। চলচ্চিত্র জগতের যে ব্যক্তিত্বরা এই আন্দোলনকে সমর্থন করেছেন বাদ যাননি তাঁরাও। ওই প্রবন্ধে বলা হয়েছে, ‘পিকে’ ছবির পরিচালক রাজকুমার হিরানি হিন্দুত্ব-বিরোধী, পরিচালক মৃণাল সেন মার্ক্সিস্ট, গিরিশ কারনাড হিন্দু-বিরোধী, শ্যাম বেনেগাল বিজেপি-বিরোধী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement