National

গাঁধীকে সরিয়ে খাদির ক্যালেন্ডার, ডায়েরিতে চরকায় মোদী!

‘জাতির জনক’কে বাদ দিয়ে তাঁর জায়গায় এলেন নমো! খাদি গ্রাম শিল্প কমিশনের (কেভিআইসি) ক্যালেন্ডার, টেব্‌ল ডায়েরিতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ ২১:০৩
Share:

‘জাতির জনক’কে বাদ দিয়ে তাঁর জায়গায় এলেন নমো!

Advertisement

খাদি গ্রাম শিল্প কমিশনের (কেভিআইসি) ক্যালেন্ডার, টেব্‌ল ডায়েরিতে।

নতুন বছরের জন্য কেভিআইসি যে টেব্‌ল ডায়েরি আর দেওয়ালে টাঙানোর ক্যালেন্ডার বানিয়েছে, তাতে দেখা যাচ্ছে মহাত্মা গাঁধী নন, চরকায় সুতো কাটছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে গাঁধীর কায়দায়! আর তা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সরকারি কর্মীদের।

Advertisement

প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয়রা যে ভাবে গাঁধীকে চরকায় সুতো কাটতে দেখেছেন, এ বার মোদীকে অবশ্য দেখা গিয়েছে তার চেয়ে একটু অন্য ভাবে। কুর্তা আর পাজামা পরে প্রধানমন্ত্রী মোদীকে একটি আধুনিক মানের চরকায় সুতো কাটতে দেখা গিয়েছে। প্রকাশ্যে কেউই কিছু বলতে পারছেন না। তবে বৃহস্পতিবার ওই ডায়েরি আর ক্যালেন্ডারের আনুষ্ঠানিক প্রকাশের দিনে কেভিআইসি-র সদর দফতরের কিছু কর্মীকে তাঁদের মুখে কালো কাপড় বেঁধে ‘নীরব প্রতিবাদ’ জানাতে দেখা গিয়েছে।

আরও পড়ুন- জলে নামল আরও একটি স্করপেন, ক্রমশ বাড়ছে ভারতের সাবমেরিন বহর

কেভিআইসি-র চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘‘এতে অবাক হওয়ার কিছুই নেই। গোটা খাদি শিল্পই গাঁধীর মতাদর্শ মেনে চলে। তিনিই খাদি শিল্পের প্রাণপুরুষ। তাই তাঁকে অবহেলা করার কোনও প্রশ্নই নেই। প্রধানমন্ত্রী মোদী অনেক দিন ধরেই খাদি পরেন। বিদেশে তিনি খাদিকে জনপ্রিয়ও করে তুলেছেন। প্রধানমন্ত্রী মোদীই এখন খাদির ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’। খাদি শিল্প তাঁরই ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির অন্যতম। এ ছাড়াও তরুণ প্রজন্মের প্রতীক প্রধানমন্ত্রী মোদী।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন