ডাকাতের ভুলে বাঁচল ব্যাঙ্ক

ভুল করে ডাকাতরা টাকা ভর্তি সিন্দুকের বদলে নথিবোঝাই সিন্দুকটি তুলে নিয়ে যায়। আর তাতেই বেঁচে যায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনাচড়া শাখার নগদ টাকা। গত কাল গভীর রাতে ডাকাতের একটি দল ওই শাখায় হানা দেয়। পুলিশ জানিয়েছে, একটি জানালা ভেঙে ডাকাতরা ঢোকে। এর পর তারা ব্যাঙ্কের পাঁচটি সিসিটিভি-র মধ্যে চারটি ভেঙে দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ১৭ মে ২০১৫ ০৩:০৩
Share:

ভুল করে ডাকাতরা টাকা ভর্তি সিন্দুকের বদলে নথিবোঝাই সিন্দুকটি তুলে নিয়ে যায়। আর তাতেই বেঁচে যায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনাচড়া শাখার নগদ টাকা।

Advertisement

গত কাল গভীর রাতে ডাকাতের একটি দল ওই শাখায় হানা দেয়। পুলিশ জানিয়েছে, একটি জানালা ভেঙে ডাকাতরা ঢোকে। এর পর তারা ব্যাঙ্কের পাঁচটি সিসিটিভি-র মধ্যে চারটি ভেঙে দেয়। নথিপত্র ঘাঁটাঘাঁটি করার ঝুঁকি না নিয়ে পাশাপাশি রাখা দু’টি সিন্দুকের মধ্যে একটি নিয়ে যায়। আজ গ্রামবাসীরা মনাছড়ায় রেল লাইনের পাশে, ধলেশ্বরী নদীর ধারে ভাঙা সিন্দুক এবং আশপাশে ছড়িয়ে থাকা নথি দেেখ পুলিশকে খবর দেন। লক্ষ্মীনগর ফাঁড়ির ভারপ্রাপ্ত এসআই মনির আহমেদ ঘটনাস্থলে আসেন। দেখা যায়, সিন্দুকটি স্টেট ব্যাঙ্কের। ইতিমধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষও পুলিশকে সব ঘটনা জানান। ডাকাতেরা ব্যাঙ্কের ভিতরের বিদ্যুত্ সংযোগও ছিন্ন করে দেয় বলে ম্যানেজার এলবিকে সিংহ পুলিশকে জানায়। ১৫৪ নম্বর জাতীয় সড়কের উপরের এই শাখাটি সম্পর্কে স্থানীদের অভিযোগ, ব্যাঙ্কটির নিরাপত্তা ব্যবস্থা খুবই ঢিলেঢালা। এমনকী নৈশ প্রহরীও নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন