ব্যাহত জনজীবন

পৃথক কামতাপুর রাজ্য ও কোচ রাজবংশীদের তফসিলি জাতিতে অন্তর্ভুক্ত করার দাবিতে সারা অসম কোচ রাজবংশী ছাত্র সংস্থা (আক্রাসু)-র ডাকা ২৪ ঘন্টা বন্‌ধের জেরে ধুবুরি ও কোকরাঝাড় এবং বঙ্গাইগাঁও-এর স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছে। সোমবার ভোর ৫টা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত বন্‌ধ ছিল। এ দিন সরকারি, বেসরকারি যানবাহন চলাচল করেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০৩:১৬
Share:

পৃথক কামতাপুর রাজ্য ও কোচ রাজবংশীদের তফসিলি জাতিতে অন্তর্ভুক্ত করার দাবিতে সারা অসম কোচ রাজবংশী ছাত্র সংস্থা (আক্রাসু)-র ডাকা ২৪ ঘন্টা বন্‌ধের জেরে ধুবুরি ও কোকরাঝাড় এবং বঙ্গাইগাঁও-এর স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছে। সোমবার ভোর ৫টা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত বন্‌ধ ছিল। এ দিন সরকারি, বেসরকারি যানবাহন চলাচল করেনি। ধুবুরি জেলার গৌরীপুর বালাজান, গোলকগঞ্জ, আগমনী, হালাকুরা, ছাগলিয়া, চাপর এলাকার দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ব্যাঙ্ক, অফিস বন্ধ ছিল। অবশ্য ধুবুরি শহরে এই বন্‌ধের কোনও প্রভাব পড়েনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement