সনিয়ার কেন্দ্রে জেটলির উপহার

জেটলির প্রতিনিধি বিজেপি নেতা হিরো বাজপেয়ী জানিয়েছেন, গত ১৭ অগস্ট রায়বরেলীর জেলাশাসকের কাছে ওই সুপারিশ পাঠানো হয়। প্রত্যেক সাংসদ এমপিল্যাডের খরচের জন্য বার্ষিক পাঁচ কোটি টাকা করে পান।

Advertisement

সংবাদ সংস্থা  

লখনউ শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ০৩:১৪
Share:

সনিয়া গাঁধী। ফাইল চিত্র।

হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ আগে গাঁধী পরিবারের গড় রায়বরেলীর জন্য ‘উপহার’ দিয়ে গিয়েছিলেন তিনি। তাঁর সাংসদ তহবিলের টাকায় সনিয়া গাঁধীর কেন্দ্রে ২০০টি সৌরশক্তি চালিত আলোকস্তম্ভ বানানোর জন্য সুপারিশ করেন প্রাক্তন অর্থমন্ত্রী ও উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ অরুণ জেটলি।

Advertisement

জেটলির প্রতিনিধি বিজেপি নেতা হিরো বাজপেয়ী জানিয়েছেন, গত ১৭ অগস্ট রায়বরেলীর জেলাশাসকের কাছে ওই সুপারিশ পাঠানো হয়। প্রত্যেক সাংসদ এমপিল্যাডের খরচের জন্য বার্ষিক পাঁচ কোটি টাকা করে পান। রাজ্যসভার সাংসদ যে রাজ্য থেকে নির্বাচিত হয়েছেন, সেখানকার উন্নয়নমূলক কাজে ওই টাকা খরচ করতে পারেন। রায়বরেলীর জেলাশাসক নেহা শর্মা বলেছেন, ‘‘আমরা জেটলির প্রস্তাব পেয়েছি। কোন কোন এলাকায় আলো বসাতে হবে, তা চিহ্নিত করা হয়েছে। আমরা এই প্রকল্পটি নিয়ে এগোতে চাই।’’ বাজপেয়ীর কথায়, ‘‘জেটলির ইচ্ছে ছিল, রায়বরেলী যেন দিওয়ালির আগে আলোকিত হয়ে ওঠে। ৩০ তারিখ একটি চিঠিতে সেই ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি।’’ তার ১০ দিনের মাথায় হাসপাতালে ভর্তি হন প্রয়াত বিজেপি নেতা।

গত বছর অক্টোবরে রায়বরেলীর উন্নয়নের জন্য সাংসদ তহবিলের ৫ কোটি টাকা খরচ করার প্রস্তাব দিয়েছিলেন জেটলি। তখন মনে করা হয়েছিল, লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের গড় দুর্বল করতেই এই চাল। যদিও বাজপেয়ী জানিয়েছিলেন, রাজনৈতিক ভাবে প্রভাবশালী এক পরিবারের হাতে থাকলেও জেলাটির পিছিয়ে পড়া হাল দেখে রায়বরেলীকে বেছে নিয়েছিলেন জেটলি। রায়বরেলীতে একটি স্টেডিয়াম তৈরির পাশাপাশি ইউপিএ সরকারের আমলে প্রস্তাবিত ‘স্পাইস পার্ক’ প্রকল্পও শুরু করতে চেয়েছিলেন জেটলি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বেশিদূর এগোতে পারেননি তিনি। হরিদ্ধারে আজ তাঁজ়র অস্থি বিসর্জন দেওয়া হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন