Girl

স্কুলের চারতলা থেকে ছাত্রীকে ফেলে খুন!

দিওরিয়া পুলিশের দাবি, মৃত্যুকালীন জবানবন্দিতে নিতু জানায়, বেলা ১১টা নাগাদ কলেজের চার তলায় বাথরুমে গিয়েছিল সে। তখনই ছাদ থেকে এক যুবক তাকে নীচে ছুড়ে ফেলে দেয়। তবে, ওই যুবকের কোনও পরিচয় জানাতে পারেনি সে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৫:০৫
Share:

প্রতীকী ছবি।

গুরুগ্রামের পর এ বার উত্তরপ্রদেশ দিওরিয়া। গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরে এ বার উত্তরপ্রদেশের মডার্ন মন্তেসরি ইন্টার কলেজ। অভিযোগ, একাদশ শ্রেণির এক ছাত্রীকে কলেজের চার তলার ছাদ থেকে ছুড়ে ফেলেছে এক দুষ্কৃতী। সোমবার আহত অবস্থায় ছাত্রীটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ১৫ বছরের ওই ছাত্রীর নাম নিতু চৌহান।

Advertisement

দিওরিয়া পুলিশের দাবি, মৃত্যুকালীন জবানবন্দিতে নিতু জানায়, বেলা ১১টা নাগাদ কলেজের চার তলায় বাথরুমে গিয়েছিল সে। তখনই ছাদ থেকে এক যুবক তাকে নীচে ছুড়ে ফেলে দেয়। তবে, ওই যুবকের কোনও পরিচয় জানাতে পারেনি সে।

আরও পড়ুন: ডাক্তার না হতে পারায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী!

Advertisement

পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় ছাত্রীটিকে গোরক্ষপুরের বাবা রাঘব দাস (বিআরডি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে ছাত্রীর পরিবার। নিতুর বাবা অভিযোগ করেছেন, বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটলেও বেলা তিনটে নাগাদ বিষয়টি তাঁদের জানানো হয়।

আরও পড়ুন : মুম্বইতে কুকুরের পাল কামড়ে মারল ক্লাস টু’র ছাত্রকে

তদন্তকারী অফিসার রাজীব মলহোত্র জানিয়েছেন, ঘটনাস্থলে ফরেন্সিক দল পাঠানো হয়েছে। তবে, কলেজের সিসিটিভি খারাপ থাকায় ঘটনার কোনও ফুটেজ পাওয়া যায়নি। ছাত্রী মৃত্যুর ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন কলেজ কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement