Girl Raped in Assam

অ্যাসিড হামলার হুমকি দিয়ে অসমে নাবালিকাকে ‘ধর্ষণ’ প্রেমিকের! ফেরার অভিযুক্তের খোঁজে শুরু হল তল্লাশি

ছাত্রীর পরিবারের দাবি, ধর্ষণের পর বেশ কয়েক বার কিশোরীর বাড়িতেও যান ওই তরুণ। তার পর মেয়েটির ব্যক্তিগত ছবি তুলে তা এআই-এর সাহায্যে বিকৃত করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৫:১৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

অ্যাসিড হামলার হুমকি দিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই প্রেমিকের বিরুদ্ধে। সম্প্রতি অসমের শিলচরে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ ফেরার। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলপড়ুয়া ওই নাবালিকার বয়স ১৬। অভিযুক্ত প্রেমিকের বয়স ১৯। বছর খানেক আগে দু’জনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগকারিণীর দাবি, প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে রাজি না হলে তার ও তার পরিবারের সদস্যদের উপর অ্যাসিড হামলার হুমকি দেন তরুণ। কিশোরীর ছবি এআই-এর সাহায্যে বিকৃত করে তা ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। অভিযোগ, এর পর নাবালিকাকে ধর্ষণ করেন তিনি।

সম্প্রতি নির্যাতিতা কিশোরীর পরিবারের তরফে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ছাত্রীর পরিবারের দাবি, ধর্ষণের পর বেশ কয়েক বার কিশোরীর বাড়িতেও যান ওই তরুণ। তার পর মেয়েটির ব্যক্তিগত ছবি তুলে তা এআই-এর সাহায্যে বিকৃত করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। কিশোরীর নামে একটি ভুয়ো অ্যাকাউন্টও খোলেন অভিযুক্ত। ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় কিশোরী। পরে বাড়ির লোককে বিষয়টি জানায় সে। অভিযোগের ভিত্তিতে তরুণকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ওই তরুণের বাবাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement