National News

ছবিতে পাক অভিনেতার নেওয়ার ‘প্রায়শ্চিত্ত’ পাঁচ কোটি!

এই যুদ্ধে তাঁদেরই যে জয় হয়েছে সে কথা মনে করিয়ে দিয়ে রাজ ঠাকরে বলেন, “আমরা পাক শিল্পীদের বিরুদ্ধে বার বার সবর হয়েছি, কিন্তু বলিউড শোনেনি। এখন তারা বুঝতে পারছে।”

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৬ ১৬:১৫
Share:

ফাইল চিত্র।

অবশেষে জট খুলল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির। ছাড়পত্র পেল মুক্তির। ছবিতে পাক শিল্পীদের নিয়ে কাজ করায় কর্ণ জোহরের এই ছবিকে মুক্তি পেতে দেবে না বলে হুমকি দিয়েছিল রাজ ঠাকরের মহারাষ্ট্র নব নির্মাণ সেনা (এমএনএস)। প্রযোজকদের নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শনিবারের বৈঠকের পর বরফ গলল ঠিকই, সেই সঙ্গে এমএনএস আরও একটা শর্ত চাপিয়ে দিয়েছে প্রযোজকদের উপর। বৈঠক শেষে রাজ ঠাকরে বলেন, “যে সব প্রযোজকরা পাক শিল্পীদের নিয়ে কাজ করেছেন সেনা কল্যাণ তহবিলে তাঁদের ৫ কোটি টাকা করে দিতে হবে।”

Advertisement

ঠাকরে প্রশ্ন তোলেন, “পাকিস্তানে যদি ভারতের সব কিছুই নিষিদ্ধ করা হয়, তা হলে আমরা কেন পারি না? কেন পাক শিল্পীদের সুযোগ দেওয়া হচ্ছে এখানে?”

উরি হামলার পর থেকেই বলিউডে পাক শিল্পীদের নিষিদ্ধ করার হুমকি দিয়ে বিক্ষোভে নেমেছিল এমএনএস। কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ পাক শিল্পী ফাওয়াদ খান থাকায় ছবির মুক্তি পেতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল এমএনএস।

Advertisement

এই যুদ্ধে তাঁদেরই যে জয় হয়েছে সে কথা মনে করিয়ে দিয়ে রাজ ঠাকরে বলেন, “আমরা পাক শিল্পীদের বিরুদ্ধে বার বার সবর হয়েছি, কিন্তু বলিউড শোনেনি। এখন তারা বুঝতে পারছে।”

এ দিনের বৈঠকের পর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছাড় পেল ঠিকই কিন্তু এমএনএস-এর দেওয়া শর্ত মেনেই। ছবির শুরুতে উরির শহিদদের কথা উল্লেখ থাকবে।

আরও খবর...

আর করব না! কার্যত মুচলেকা দিতে হল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ টিমকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন