Yogi Adityanath

সুপ্রিম কোর্ট না পারলে, অযোধ্যা মামলা তুলে দেওয়া হোক আমাদের হাতে: আদিত্যনাথ

তাঁর অভিযোগ, কংগ্রেসই চাইছে না রামমন্দির মামলার নিষ্পত্তি হয়ে যাক লোকসভা ভোটের আগে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ২০:০৭
Share:

যোগী আদিত্যনাথ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

রামমন্দির-বাবরি মসজিদ মামলা তাঁদের হাতে তুলে দেওয়া হলে ২৪ ঘণ্টার মধ্যেই রায় দিয়ে দিতে পারতেন বলে জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, ‘‘কেন অযথা দেরি করছে সুপ্রিম কোর্ট মামলার রায় দিতে। এতে কি সুপ্রিম কোর্টই মানুষের আস্থা হারাচ্ছে না? হয় আদালত তড়িঘড়ি ওই মামলার রায় দিক। তা না পারলে মামলাটি তুলে দেওয়া হোক আমাদের হাতে। ২৪ ঘণ্টার মধ্যেই রায় দিয়ে দেব।’’

Advertisement

একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শনিবার আদিত্যনাথ বলেছেন, ‘‘লক্ষ লক্ষ মা্নুষ যা চাইছেন, আমরা চাই, সুপ্রিম কোর্ট সেটাই করুক দ্রুত ওই মামালার রায় দিয়ে।’’

তাঁর আরও অভিযোগ, কংগ্রেসই চাইছে না রামমন্দির মামলার নিষ্পত্তি হয়ে যাক লোকসভা ভোটের আগে। আদিত্যনাথের কথায়, ‘‘অযোধ্যা বিতর্ক মেটার পর তিন তালাক প্রথা নিষিদ্ধ করার বিষয়টি কার্যকর হবে। তার ফলে ভারতে তোষণের রাজনীতির দিন শেষ হয়ে যাবে।’’

Advertisement

আরও পড়ুন: নারী শক্তিই প্রতীক হয়ে উঠল দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে​

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের প্যারেডে এই প্রথম হাজির নেতাজির চার সেনানী​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন