ফোনে শাসানি দিচ্ছেন পর্রীকর, দাবি কংগ্রেসের  

মনোহর পর্রীকর হাসপাতাল থেকেই ফোনে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ আনল কংগ্রেস।

Advertisement

সংবাদ সংস্থা        

গোয়া শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ০৩:০৪
Share:

মনোহর পর্রীকর

মনোহর পর্রীকর হাসপাতাল থেকেই ফোনে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ আনল কংগ্রেস। রাজ্যের কংগ্রেস পর্যবেক্ষক এ চেল্লাকুমার শুক্রবার এইমসে চিকিৎসাধীন গোয়ার মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘‘হাসপাতালে থাকলেও আশা করি খুব ভাল আছেন। তবে খবর পাচ্ছি, আপনি হাসপাতালে বসেই ফোন করে হুমকি দিচ্ছেন।’’

Advertisement

বিজেপির শরিক গোয়া ফরওয়ার্ড পার্টি (জিএফপি)-র সভাপতি বিজয় সরদেশাই বৃহস্পতিবার জানান, পর্রীকর প্রশাসনিক বিষয়ে ফোনে তাঁর সঙ্গে কিছু কথা বলছেন। পর দিনই কংগ্রেসের এই অভিযোগে বিজেপি শিবিরে জেএফপি-কে নিয়ে কিছুটা ধন্দ তৈরি হয়েছে। জেএফপি অবশ্য আশ্বস্ত করতে জানিয়েছে, ‘‘আমরাই পর্রীকরকে গোয়ায় মুখ্যমন্ত্রী করেছি। তাঁর পাশে থাকব।’’

১ লক্ষ ৪৪ হাজার কোটি টাকার বেআইনি খনন নিয়ে গোয়া লোকায়ুক্তে মামলা চলছে পর্রীকরের বিরুদ্ধে। চেল্লাকুমারের দাবি, জনগণকে পর্রীকরের কথা দেওয়া উচিত দোষী সাব্যস্ত হলে তিনি তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করবেন। চেল্লাকুমারের কথায়, ‘‘ঈশ্বর তাঁকে দীর্ঘজীবন দিন। তবে এত দিন তিনি অনেক মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করেছেন। তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করিয়েছেন। এ বার আপনার পালা।’’ গুরুতর অসুস্থ পর্রীকর এখন দিল্লির হাসপাতালে ভর্তি। এর মধ্যে কংগ্রেস একক বৃহত্তম দল হিসেবে গোয়ায় সরকার গড়তে তৎপর হলেও এ দিনই প্রথম সরাসরি আক্রমণ শানাল পর্রীকরের বিরুদ্ধে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন