মিজোরামে সাড়ে ১৪ কোটি টাকার ৫২টি সোনার বাট লুঠের ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল রাজ্য সরকার।
ওই ঘটনায় প্রধান অভিযুক্ত আসাম রাইফেলসের কর্নেল যশজিৎ সিংহ ও আট জওয়ান, মিজো ছাত্র সংগঠনের চার সদস্যকে গত মাসে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, তদন্তে সাহায্য করছেন না ওই আধা সেনা আধিকারিক। শেষ পর্যন্ত তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীল লালজিরলিয়ানা এই খবর জানান।
লুঠ হওয়া সোনাও এখনও উদ্ধার করা যায়নি। পুলিশের তদন্তকারীরা জানিয়েছেন, গত বছর ডিসেম্বরে ঘটনাটি ঘটেছিল। কিন্তু তাতে মূল অভিযুক্ত আধা সামরিক বাহিনীর ওই কর্নেলের হুমকিতে সোনা নিয়ে আসা গাড়ির চালক সে কথা প্রথমে কাউকে জানাননি। চলতি বছরের এপ্রিল মাসের পর ওই চালক সব কথা পুলিশকে জানান।