Google

ডিজিটাল ইন্ডিয়া: ভারতে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে গুগল

গুগলের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে ইকুইটি বিনিয়োগ এবং বিভিন্ন সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতে তারা এই বিনিয়োগ করবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুলাই ২০২০ ১৬:৫৬
Share:

—ফাইল চিত্র।

লকডাউন করেও ঠেকানো যায়নি নোভেল করোনার প্রকোপ। বরং দেশের অর্থনীতিতে তার ক্ষতিকর প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে ভারতে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে ঘোষণা করল সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ডিজিটাল ইন্ডিয়া’র গড়ে তোলার স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার সুন্দর পিচাই।

সোমবার ভিডিয়ো কলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন সুন্দর পিচাই। তার পর কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সঙ্গে ষষ্ঠ ‘গুগল ফর ইন্ডিয়া’ অনুষ্ঠানে ভারতে ডিজিটাল রূপান্তরকরণ নিয়ে কথা বলেন। সেখানেই ভারতে বিনিয়োগের কথা জানানো হয়।

গুগলের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে ইকুইটি বিনিয়োগ এবং বিভিন্ন সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারতে তারা এই বিনিয়োগ করবে। এতে দ্রুত গতিতে ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলা সম্ভব হবে। ভারতের ডিজিটাল অর্থনীতির উপর পূর্ণ আস্থা রয়েছে বলেই তাঁরা এত বড় পদক্ষেপ করছেন বলে জানিয়েছেন সুন্দর পিচাই।

Advertisement

আরও পড়ুন: ১০২ বিধায়ক সঙ্গে, দাবি গহলৌতের ।। ২৫ জন তো আমার পাশে, পাল্টা বললেন সচিন​

আরও পড়ুন: সনিয়া-রাহুল আলোচনায় রাজি, সচিনকে বার্তা সুরজেওয়ালার​

Advertisement

গুগলের তরফে জানানো হয়েছে, ভারতের ডিজিটাল রূপান্তকরণের ক্ষেত্রে মোট চারটি ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তারা। এর মধ্যে প্রথমটি হল, কম খরচে প্রত্যেক ভারতবাসীর হাতে তথ্যভাণ্ডার তুলে দেওয়া, যাতে হিন্দি, বাংলা, তামিল, পঞ্জাবি—মাতৃভাষাতেই সমস্ত তথ্য হাতে পান তাঁরা। দ্বিতীয়টি হল, দেশবাসীর চাহিদার কথা মাথায় রেখে তাঁদের কাছে প্রয়োজনীয় পণ্য এবং পরিষেবা পৌঁছে দেওয়া। তৃতীয়টি হল, ছোট-বড় ব্যবসাগুলিকে এগিয়ে যেতে সাহায্য করা। আর চতুর্থটি হল, স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষিক্ষেত্রে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স এবং উন্নত প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তোলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন