দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে। ছবি: পিটিআই।
অহমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান কেন দুর্ঘটনার কবলে পড়ল, তা পৃথক ভাবে তদন্ত করে দেখবে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। শুক্রবার গভীর রাতে মন্ত্রকের তরফে সমাজমাধ্যমে একটি পোস্ট করে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। এই কমিটি তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে।
এই কমিটির প্রাথমিক কাজ কী হবে, তা-ও জানিয়েছে দেশের অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নায়ডুর মন্ত্রক। বলা হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি বর্তমানে দেশে উড়ান সংক্রান্ত যে নির্দিষ্ট বিধি বা ‘এসওপি’ রয়েছে, তা-ও খতিয়ে দেখবে ওই কমিটি। নিরাপত্তা সংক্রান্ত কী কী বিধি বর্তমানে মানা হয়ে থাকে, তা পর্যালোচনা করে দেখবেন কমিটির সদস্যেরা।
কমিটির নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। সদস্য হিসাবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকেরাও। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনার (বিমান ভেঙে পড়া) পুনরাবৃত্তি রুখতে নিরাপত্তা সংক্রান্ত বা প্রশাসনিক প্রস্তাব দেবে এই কমিটি। বিবৃতিতে স্পষ্ট করে লেখা হয়েছে, দুর্ঘটনার মূল কারণ খুঁজে বার করবেন কমিটির সদস্যেরা। বিমান দুর্ঘটনার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি না কি পাইলটদের ভুল, সব কিছু খতিয়ে দেখা হবে।
ইতিমধ্যেই বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ সংস্থা ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ (এএআইবি)। ২০১২ সালে এএআইবি গঠিত হয় দেশে। তার পর থেকে দেশে বিমান দুর্ঘটনার তদন্ত তারাই করে। এর আগে বিমান দুর্ঘটনার তদন্তভার পেত অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)। সমান্তরাল ভাবে সংস্থাটি নিজেদের মতো পৃথক তদন্ত করবে বলে জানিয়েছে বিমান পরিবহণ সংস্থা।