বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-সহ তিন প্রতিষ্ঠানের অবলুপ্তি ঘটিয়ে একটিই নিয়ন্ত্রক সংস্থা রাখার ভাবনা কেন্দ্রের। — ফাইল চিত্র।
জাতীয় শিক্ষানীতিতে প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই। এ বার সেই মতো পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার একটি বড় অংশকে একটিই নিয়ন্ত্রক সংস্থার অধীনে নিয়ে আসার পথে এগোচ্ছে তারা। আগামী সপ্তাহেই সংসদে এই সংক্রান্ত বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় পৃথক পৃথক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যেমন রয়েছে, তেমনই আছে সর্বভারতীয় প্রযুক্তি শিক্ষা সংসদ (এআইসিটিই) এবং জাতীয় শিক্ষক প্রশিক্ষণ সংসদ (এনসিটিই)-ও। নয়া বিলে এই তিন প্রতিষ্ঠানের অবলুপ্তি ঘটিয়ে সর্বভারতীয় স্তরে উচ্চশিক্ষার জন্য একটিই নিয়ন্ত্রক সংস্থা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবারই এই বিলে অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে বিলটি পেশ করা হতে পারে সংসদে।
প্রস্তাবিত বিলটির প্রথমে নাম রাখা হয়েছিল, ভারতের উচ্চশিক্ষা কমিশন (এইচইসিআই) বিল। পরে এটির নাম দেওয়া হয়, বিকশিত ভারত শিক্ষা অধিক্ষণ বিল। কেন্দ্রের দাবি, বিশ্ববিদ্যালয় এবং অন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও স্বাধীন এবং স্বশাসিত উপায়ে কাজ করতে সাহায্য করাই এই বিলের লক্ষ্য। যদিও ডাক্তারি এবং আইনি শিক্ষা ব্যবস্থাকে এর আওতায় রাখা হচ্ছে না।
বর্তমানে প্রযুক্তিগত শিক্ষাপ্রতিষ্ঠান ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয়গুলির কার্যক্রমের উপরে তদারকির দায়িত্বে রয়েছে ইউজিসি। প্রযুক্তিগত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজে তদারকি করে এআইসিটিই। শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত উচ্চশিক্ষার তদারকি করে এনসিটিই। এই তিন প্রতিষ্ঠানকে তুলে দিয়ে একটিই নিয়ন্ত্রক সংস্থার হাতে রাশ রাখতে চাইছে কেন্দ্র। সূত্রের খবর, এই প্রস্তাবিত নিয়ন্ত্রক সংস্থার মূলত তিনটি ভূমিকা থাকবে— শিক্ষাপ্রতিষ্ঠানগুলি নিয়ন্ত্রণ, সেগুলির স্বীকৃতি এবং মান নির্ধারণ।