— প্রতীকী চিত্র।
একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ডের বিষয়টি নিয়ে সংসদে আলোচনায় নারাজ সরকার। বাজেট অধিবেশনের আগামী এবং শেষ সপ্তাহেও এপিক-প্রসঙ্গ এড়িয়ে যাওয়া হবে আশঙ্কা করছে তৃণমূল এবং অন্য বিরোধী দলগুলি। তাই শেষ সপ্তাহে এই নিয়ে সংসদে আন্দোলন তুঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন।
বৃহস্পতিবারও বিষয়টি নিয়ে আলোচনার দাবিতে রাজ্যসভায় নোটিস দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ, দোলা সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলে। সেগুলি গ্রহণ করেননি চেয়ারম্যান। রাজ্যসভা থেকে ওয়াকআউট করে তৃণমূল-সহ বিরোধীরা। তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, “ভুয়ো ভোটার কার্ড যে রয়েছে, সেটা প্রমাণিত। ভুয়ো এপিকও থাকবে, আবার সুষ্ঠু নির্বাচনও হবে, দু’টো একসঙ্গে হতে পারে না। বারবার বিভিন্ন নিয়মে নোটিস দেওয়া হয়েছে। আমাদের একটাই দাবি, সরকার আলোচনা করুক। কিন্তু সরকার সেটা চায় না। তাই আমরা বাধ্য হয়ে ওয়াকআউট করেছি।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে