কল ড্রপে হুঁশিয়ারি

কল ড্রপ আটকাতে টেলিকম সংস্থাগুলিকে কড়া হুঁশিয়ারি দিল ট্রাই। পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সংস্থাগুলি কী ব্যবস্থা নিচ্ছে, তা খতিয়ে দেখে ট্রাই পরবর্তী পদক্ষেপ করবে।

Advertisement
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১৩
Share:

কল ড্রপ আটকাতে টেলিকম সংস্থাগুলিকে কড়া হুঁশিয়ারি দিল ট্রাই। পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সংস্থাগুলি কী ব্যবস্থা নিচ্ছে, তা খতিয়ে দেখে ট্রাই পরবর্তী পদক্ষেপ করবে। টেলিযোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বুধবার জানিয়েছেন, ব্যবস্থা না নিলে ক্ষতিপূরণ দিতে হতে পারে টেলিকম সংস্থাগুলিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কল ড্রপ নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরে এ ব্যাপারে নড়েচড়ে বসেছে সরকার। এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ‘স্পেকট্রাম ট্রেডিং’-এর প্রস্তাবে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। এর ফলে একটি সংস্থা অব্যবহৃত স্পেকট্রাম অন্য সংস্থার কাছে বিক্রি করতে পারবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement