যোগ দিবসে শহরে রাজ্যপাল

এক দিন আগেই আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে শিলচরে। দু’দিনের আয়োজন। মূল পর্ব হবে ২০ জুন। সে দিন যোগ শিবিরের উদ্বোধন করবেন রাজ্যপাল পি বি আচারিয়া। দু’ঘণ্টা উপস্থিত থেকে তিনি নিজেও যোগ অনুশীলন করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ১৮ জুন ২০১৫ ০৩:১৮
Share:

এক দিন আগেই আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে শিলচরে। দু’দিনের আয়োজন। মূল পর্ব হবে ২০ জুন। সে দিন যোগ শিবিরের উদ্বোধন করবেন রাজ্যপাল পি বি আচারিয়া। দু’ঘণ্টা উপস্থিত থেকে তিনি নিজেও যোগ অনুশীলন করবেন।

Advertisement

যৌথ ভাবে ওই যোগ শিবিরের আয়োজন করেছে কেশব স্মারক সংস্কৃতি সুরভী ও পতঞ্জলি যোগ সমিতি। আয়োজকদের পক্ষে সুকুমার নাথ ও শুভ্রাংশুশেখর ভট্টাচার্য জানান, রাজ্যপাল সে দিন কেশব নিকেতনে একটি কম্পিউটার সেন্টারের উদ্বোধন করবেন। পরে যাবেন গুরুচরণ কলেজের প্রেক্ষাগৃহে। সেখানেই হবে দু’দিনের যোগ শিবির। অতিথি হিসেবে থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সোমনাথ দাশগুপ্ত। রাজ্যপাল, উপাচার্য ছাড়াও যোগ অনুশীলন নিয়ে বক্তৃতা করবেন আরএসএস নেতা শশীকান্ত চৌথাইওয়ালে। পর দিন, আন্তর্জাতিক যোগ দিবসে হবে রুটিন কর্মসূচি। আয়োজকরা জানান, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে ৭ দিনের অনুষ্ঠান হবে। ২২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত কল্যাণ আশ্রমে ডায়াবেটিস নিরাময় শিবির হবে। যোগের সাহায্যে কী ভাবে রোগ থেকে রেহাই মিলতে পারে, তা শেখাবেন স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের বিশেষজ্ঞ সুমন্ত চন্দওয়াড়কর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন