সৌদির আশ্বাস

কর্মহীন ভারতীয়দের দেশে ফেরাতে ভিসা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় অর্থও দেবে সৌদি সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান, সৌদি আরবের শ্রমিক শিবিরগুলিতে দিন দশেক ধরে অর্থাভাবে থাকা কর্মহীন ভারতীয়দের বিনামূল্যে চিকিৎসা এবং খাবারের সংস্থান করতে রাজি হয়েছেন সৌদির রাজা।

Advertisement
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ০৩:১৭
Share:

কর্মহীন ভারতীয়দের দেশে ফেরাতে ভিসা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় অর্থও দেবে সৌদি সরকার। বৃহস্পতিবার রাজ্যসভায় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান, সৌদি আরবের শ্রমিক শিবিরগুলিতে দিন দশেক ধরে অর্থাভাবে থাকা কর্মহীন ভারতীয়দের বিনামূল্যে চিকিৎসা এবং খাবারের সংস্থান করতে রাজি হয়েছেন সৌদির রাজা। তেলের দাম পড়ে যাওয়ায় অর্থনীতিতে ধস নেমে গত কয়েক মাসে সৌদিতে কর্মহীন হাজার তিনেক ভারতীয়। তাঁদের ফেরাতে হস্তক্ষেপ করেছিল কেন্দ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement