জম্মু অশান্ত করতেই হানা বাসস্ট্যান্ডে

বার বার ওই বাসস্ট্যান্ডকেই জঙ্গিরা নিশানা করে কেন? প্রশাসনের ব্যাখ্যা, উপত্যকা অশান্ত হলে জম্মুকেও রক্তাক্ত করতে চায় জঙ্গিগোষ্ঠীগুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ০৫:১২
Share:

গ্রেনেড হামলার মূল অভিয়ুক্তকে সঙ্গে নিয়ে পুলিশের সাংবাদিক সম্মেলন। ছবি: পিটিআই

এক বছরের মধ্যে জম্মু বাসস্ট্যান্ড এবং সংলগ্ন এলাকায় তিন বার গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। জম্মু-কাশ্মীরের অর্থনীতি ও শান্তি ব্যাহত করতে বার বার জঙ্গিদের নিশানা হয় জম্মু জেনারেল বাসস্ট্যান্ড।

Advertisement

গত মে মাসে বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন দু’জন পুলিশ কর্মী। তার সাত মাস পর গত ডিসেম্বরে বাসস্ট্যান্ডের কাছে থানা লক্ষ্য করে গ্রেনেড ছুড়েছিল জঙ্গিরা। বার বার ওই বাসস্ট্যান্ডকেই জঙ্গিরা নিশানা করে কেন? প্রশাসনের ব্যাখ্যা, উপত্যকা অশান্ত হলে জম্মুকেও রক্তাক্ত করতে চায় জঙ্গিগোষ্ঠীগুলি। এক পদস্থ পুলিশ অফিসার জানিয়েছেন, বাসস্ট্যান্ডটি জম্মুর একেবারে কেন্দ্রস্থলে। সেখানে বিস্ফোরণ ঘটালে সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা সহজ হয়। এছাড়াও কাশ্মীরের বাণিজ্য অনেকটা জম্মুর উপর নির্ভরশীল। ওই অফিসারের কথায়, ‘‘জঙ্গিদের অন্যতম লক্ষ্য হল, জম্মুকে অশান্ত করে বাণিজ্যে প্রভাব ফেলা। জম্মুতে গোলমাল হলে অনেকে ভয়ে ব্যবসা বন্ধ করবে। যার প্রভাব পড়বে কাশ্মীরে।’’ ওই অফিসার জানিয়েছেন, যেহেতু ওই বাসস্ট্যান্ড দিয়েই যাত্রী এবং পণ্য পরিবহণ হয়, তাই বাসস্ট্যান্ড সবসময় সন্ত্রাসবাদীদের অন্যতম লক্ষ্য।

প্রশাসনের একটা বড় অংশের মতে, জম্মু শান্ত এলাকা। জঙ্গিদের একটা অংশ চেষ্টা রয়েছে জম্মু ও কাশ্মীরবাসীর মধ্যে গোলমাল তৈরি করার। আজ বাসস্ট্যান্ডে হামলার পর জম্মু-কাশ্মীর পুলিশের আইজি এম কে সিংহও বলেছেন, ‘‘সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি ব্যাহত করতে হামলা চালানো হচ্ছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন