সোপিয়ানে গ্রেনেড বিস্ফো‌রণ, জখম ১০

গ্রেনেড বিস্ফোরণে জম্মু-কাশ্মীরের সোপিয়ানে ১০ জন জখম হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সোপিয়ানের ত্রেঞ্জের একটি মসজিদের বাইরে ওই বিস্ফোরণ হয়। তবে এখনও পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০৩:২৬
Share:

গ্রেনেড বিস্ফোরণে জম্মু-কাশ্মীরের সোপিয়ানে ১০ জন জখম হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে সোপিয়ানের ত্রেঞ্জের একটি মসজিদের বাইরে ওই বিস্ফোরণ হয়। তবে এখনও পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি।

Advertisement

পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, রাস্তার ধারে একটি স্টিলের গ্লাসে গ্রেনেড রাখা ছিল। ভোর ছ’টায় নমাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসছিলেন মানুষজন। গ্লাসে কী রয়েছে, তা দেখতে যান এক জন। সে সময়ই বিস্ফোরণ ঘটে। জখম হন ১০ জন। এঁদের মধ্যে ছ’জনকে সোপিয়ানেরই এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের শ্রীনগরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সকলের অবস্থাই স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

গ্রেনেড বিস্ফোরণের ঘণ্টাখানেক বাদে একটি গ্রেনে়ড উদ্ধার করে পুলিশ। সোপিয়ানের পেহলিপোরায় হিজবুল মুজাহিদিন জঙ্গি ও‌য়াসিম মাল্লার বাড়ির কাছে গ্লাসে রাখা ছিল ওই গ্রেনেড। বম্ব ডিসপোজাল স্কোয়াড দ্রুতই ঘটনাস্থলে পৌঁছয় এবং গ্রেনেডটি নিষ্ক্রিয় করে। এই ঘটনায় হতাহতের খবর নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement