National News

পাতে কোনও আমিষ পদ না পেয়ে বিয়েই বাতিল করলেন হবু বর!

বিয়ে করতে এসে মেয়ের বাড়ির মেনুতে কোনও আমিষ পদ না দেখে বেজায় চটলেন হবু বর। রাগের চোটে বিয়েই করবেন না বলে জানিয়ে দিলেন। পাত্রীপক্ষ একাধিক বার বোঝানোর পরেও কিছুতেই রাজি হননি পাত্র।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ১০:৫৫
Share:

বিয়ে করতে এসে মেয়ের বাড়ির মেনুতে কোনও আমিষ পদ না দেখে বেজায় চটলেন হবু বর। রাগের চোটে বিয়েই করবেন না বলে জানিয়ে দিলেন। পাত্রীপক্ষ একাধিক বার বোঝানোর পরেও কিছুতেই রাজি হননি পাত্র। পাত্রীপক্ষ হবু বর এবং তাঁর আত্মীয়-স্বজনদের বারবার বোঝানোর চেষ্টা করেন যে, বাজারে পর্যাপ্ত পরিমাণ মাংস না মেলায় বাধ্য হয়েই তাঁরা মেয়ের বিয়েতে শুধু নিরামিষ পদ রাখতে বাধ্য হয়েছেন তাঁরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্‌ফর নগরে।

Advertisement

উত্তরপ্রদেশে সরকারি নিষেধাজ্ঞার জেরে অধিকাংশ কসাইখানা বন্ধ। মাংসের দাম বেড়েছে হু হু করে। খাসির মাংসের দাম কেজি প্রতি ৩৫০ টাকা থেকে বেড়ে প্রায় ৬০০ ছুঁয়েছে। মুরগির মাংসের দামও এখন বেড়ে হয়েছে ২৫০ টাকা কেজি। এর উপর পর্যাপ্ত যোগানের অভাব তো রয়েছেই।

তাই বিয়েবাড়ির কয়েক’শো আমন্ত্রিতর পাতে পর্যাপ্ত পরিমাণ মাংস পরিবেশন করা রীতিমতো চাপের ব্যপার। পাত্রপক্ষকে বোঝাতে আসরে নামেন স্থানীয় নেতারাও। কিন্তু তাতেও কোনও ফল হয় না। পাতে মাংস না পেয়ে পাত্র বিয়ে না করেই ফিরে যায়।

Advertisement

আরও পড়ুন: ছেলে কালো, কনে ছাদনাতলা থেকেই পালাল

এই পরিস্থিতিতে মাথায় আকাশ ভেঙে পড়ে কনে পক্ষের। কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না! এমন সময় এগিয়ে এসে সমস্যার সমাধান করে দিলেন এই বিয়েতেই আমন্ত্রিত এক যুবক। বিয়ের প্রস্তাব দেন পাত্রীপক্ষকে। প্রস্তাবে সায়ও দেন পাত্রী। ফলে যাকে বলে, মধুরেণ সমাপয়েৎ। ফিল্মি কায়দায় বলতে গেলে ‘হ্যাপি এন্ডিং’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন