ক্ষমতায় এলে জিএসটি বদলে দেবেন রাহুল

পণ্য ও পরিষেবা কর (জিএসটি) এবং নোটবন্দির বিরুদ্ধে ফের মুখ খুললেন রাহুল গাঁধী।

Advertisement

সংবাদ সংস্থা

চিত্রকূট (মধ্যপ্রদেশ) শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০২:৫৮
Share:

নেতা: মধ্যপ্রদেশের সাতনায় সমাবেশে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। বৃহস্পতিবার। পিটিআই

পণ্য ও পরিষেবা কর (জিএসটি) এবং নোটবন্দির বিরুদ্ধে ফের মুখ খুললেন রাহুল গাঁধী। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের চিত্রকূটের জনসভায় কংগ্রেস সভাপতি জানান, তাঁর দল ক্ষমতায় এলে জিএসটি-তে বদল এনে বিভিন্ন পণ্যের উপরে করের হার কমানো হবে।

Advertisement

সামনেই মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচন। সেই উপলক্ষে রাহুলের দু’দিনের মধ্যপ্রদেশ সফর শুরু হল এ দিন। রাজ্যের বিভিন্ন জায়গায় জনসভা করবেন তিনি।

এ দিন কপ্টারে করে ইলাহাবাদ থেকে চিত্রকূটে আসেন রাহুল। তার পরে পুজো দেন কামতা নাথ মন্দিরে। কথিত আছে, ১৪ বছরের বনবাস কালে এই মন্দিরে কিছু দিন কাটিয়েছিলেন রাম। এর পরেই জনসভায় যোগ রাহুল। সেই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা জিএসটি-র বিরুদ্ধে সরব হন সনিয়া পুত্র। এর আগে জিএসটি-কে গব্বর সিংহ ট্যাক্স বলে কটাক্ষ করেছিলেন রাহুল। এ দিন তিনি বলেন, ‘‘গব্বর সিংহ ট্যাক্স এবং নোটবন্দির মাধ্যমে মোদী সরকার দেশের ছোট ব্যবসা এবং চাকরির সুযোগকে ধ্বংস করে দিয়েছে। আমরা ক্ষমতায় এলেই গব্বর সিংহ ট্যাক্স বদলে প্রকৃত কর ব্যবস্থা চালু করব।’’

Advertisement

এর আগে দেশে-বিদেশে জিএসটি এবং নোটবন্দির বিরুদ্ধে সরব হয়েছিলেন রাহুল। এ বার রাহুল নোটবন্দি এবং জিএসটির সমালোচনায় সরব হলেন মধ্যপ্রদেশের মাটিতে দাঁড়িয়ে। এ দিন রাফাল নিয়েও মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাহুল। এ থেকেই স্পষ্ট মধ্যপ্রদেশ থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে জিএসটি, নোটবন্দি এবং রাফালই হাতিয়ার রাহুলের।

এ দিন মধ্যপ্রদেশের সাতনার সভায় গুজরাতে সর্দার বল্লভভাই পটেলের ১৮২ মিটার উঁচু মূর্তি তৈরিরও বিরোধিতা করেন রাহুল । তাঁর অভিযোগ, ‘‘মোদীজি গুজরাতে সর্দার পটেলের মূর্তি তৈরির কথা বলছেন। কিন্তু চিনের জিনিসপত্র দিয়ে এটি তৈরি হচ্ছে। ঠিক আমাদের জামা-জুতোর মতো। এই ভাবে সর্দার পটেলকে অপমান করা হচ্ছে।’’ এর উত্তরে বিজেপি সভাপতি অমিত শাহ টুইট করেছেন, ‘‘ওই মূর্তির মাধ্যমে দেশ যখন সর্দার পটেলকে সম্মান জানাচ্ছে, তখন রাহুল এই সব কথা বলছেন। গাঁধী পরিবারও পটেলকে অপমান করেছে। তাঁর ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা করেছে। আর এখন রাহুলের এই সব কথা পটেলের প্রতি তাঁর ঘৃণাকেই প্রকাশ করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন