National News

চিনতে পারছেন ছেলেটিকে? কে বলুন তো?

বয়স ১০ কী ১২। খুব সিরিয়াস মুখের ছেলেটিকে চিনতে পারছেন? ছোট থেকেই যে কোনও বিষয়ে সে বেশ সিরিয়াস। তাকে কোনও কাজের দায়িত্ব দিয়ে বেশ নিশ্চিন্তে থাকতেন বড়রা। ছয় ভাইবোনের তৃতীয় ছেলেটিকে ছোট থেকেই সংসারের দায়িত্ব নিতে হত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৫
Share:

গেস করুন তো, ছেলেটি কে?

বয়স ১০ কী ১২। খুব সিরিয়াস মুখের ছেলেটিকে চিনতে পারছেন? ছোট থেকেই যে কোনও বিষয়ে সে বেশ সিরিয়াস। তাকে কোনও কাজের দায়িত্ব দিয়ে বেশ নিশ্চিন্তে থাকতেন বড়রা। ছয় ভাইবোনের তৃতীয় ছেলেটিকে ছোট থেকেই সংসারের দায়িত্ব নিতে হত। বাবার সঙ্গে রেলস্টেশনে, বাসস্ট্যান্ডে চা বিক্রি করে সংসার চালাতে সাহায্য করত সে। তার মধ্যেই চলতে থাকে পড়াশোনা। আর ছিল থিয়েটারের প্রতি আগ্রহ। এরপরই আরএসএসের নজরে পড়ে ছেলেটি। ধীরে ধীরে বদলে যেতে থাকে তার দৈনন্দিন জীবন। সে জড়িয়ে পড়ে সক্রিয় রাজনীতিতে। গুজরাতের মুখ্যমন্ত্রী হয়ে আপাতত তাঁর রাজনীতির কেরিয়ার বাঁক নিয়েছে প্রধানমন্ত্রীর কুর্সিতে।

Advertisement

এ বার নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন ছেলেটি কে? আরও একটা ক্লু দেওয়া যাক। আজ তাঁর ৬৬তম জন্মদিন। হ্যাঁ ঠিকই ধরেছেন ছবির ছেলেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি তাঁরই ছেলেবেলার ছবি।

আরও পড়ুন, বাঙালি দুর্গা পূজা নতুন রূপে নতুন সাজে

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement