Gujarat ATS

দেশের গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগ! প্রাক্তন সেনাকর্মী-সহ দু’জনকে গ্রেফতার করল গুজরাত পুলিশ

বৃহস্পতিবার গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)-র হাতে গ্রেফতার হলেন দুই সন্দেহভাজন। তাঁদের এক জন সেনাবাহিনীর প্রাক্তন সুবেদার একে সিংহ। অপর জন হলেন রশ্মানি পাল। প্রথম জন গোয়ার বাসিন্দা। আর দ্বিতীয় জন দমনের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৮
Share:

চরবৃত্তির অভিযোগে গুজরাতের সন্ত্রাসদমন শাখার হাতে গ্রেফতার দু’জন। —প্রতিনিধিত্বমূলক ছবি।

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ। বৃহস্পতিবার গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)-র হাতে গ্রেফতার হলেন দুই সন্দেহভাজন। তাঁদের এক জন সেনাবাহিনীর প্রাক্তন সুবেদার একে সিংহ। অপর জন হলেন রশ্মানি পাল। প্রথম জন গোয়ার বাসিন্দা। আর দ্বিতীয় জন দমনের। অভিযোগ, ভারতের গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দিতেন তাঁরা।

Advertisement

গত ৯ নভেম্বর গুজরাতের এটিএস দেশের সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা বানচাল করে দেয়। গ্রেফতার করে তিন সন্দেহভাজন আহমেদ মহিউদ্দিন সইদ, মহম্মদ সুহেল এবং আজ়াদকে। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বন্দুকের কার্তুজও উদ্ধার করা হয়। ২৩ জুলাই গুজরাতের এটিএস সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চার সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছিল।

গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হন। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনাকে ইতিমধ্যে একটি সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসাবে চিহ্নিত করেছেন তদন্তকারীরা। ওই তদন্তে উঠে এসেছে ফরিদাবাদ মডিউলের যোগসূত্র। বিস্ফোরণের ঠিক আগেই ফরিদাবাদ থেকে বিস্ফোরক উদ্ধার হয়। এই দুই ঘটনাই পরস্পরের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছেন তদন্তকারীরা। ফরিদাবাদকাণ্ডে যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁদের মধ্যে অনেকেই চিকিৎসক। তার পরেই বিভিন্ন রাজ্যে সন্ত্রাসদমন অভিযান আরও জোরদার করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement