শহরে মোদীর রাশ আলগা

বিধানসভা ভোটে গুজরাতের গ্রামে বিজেপির গড়ে ধস নেমেছিল। নরেন্দ্র মোদীর মানরক্ষা করেছিল শহর। পুরভোটে ঘুরে দাঁড়াতে শহর থেকে কংগ্রেসকে নির্মূল করতে চেয়েছিল বিজেপি। কিন্তু বিজেপি তাদের গড় ধরে রাখলেও বিরোধীরা অনেকটাই ভাগ বসিয়ে ডজনখানেক আসন কমাল বিজেপির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৪
Share:

বিধানসভা ভোটে গুজরাতের গ্রামে বিজেপির গড়ে ধস নেমেছিল। নরেন্দ্র মোদীর মানরক্ষা করেছিল শহর। পুরভোটে ঘুরে দাঁড়াতে শহর থেকে কংগ্রেসকে নির্মূল করতে চেয়েছিল বিজেপি। কিন্তু বিজেপি তাদের গড় ধরে রাখলেও বিরোধীরা অনেকটাই ভাগ বসিয়ে ডজনখানেক আসন কমাল বিজেপির। ৭৫টি পুরসভার মধ্যে ৪৭টি বিজেপি দখল করলেও কংগ্রেসের দাবি, শহরেও বিজেপির ভোট তারা কেড়ে নিয়েছে। বিধানসভা-পুরভোটের মতোই লোকসভা ভোটেও সম্মুখসমর কংগ্রেস-বিজেপির।

Advertisement

বিধানসভায় ধাক্কার দু’মাসের মধ্যে গুজরাতের পুরভোটে মোদীর অবশ্য কিছুটা মানরক্ষা হয়েছে। নিজের ভিটে বডনগরে প্রায় সব আসন জিতেছে বিজেপি। কিন্তু রাহুল গাঁধীর কংগ্রেস ১৬টি পুরসভা দখল করেছে। তিনটি পুরসভায় বিজেপির সঙ্গে ‘টাই’। প্রদেশ কংগ্রেস সভাপতি ভরত সিংহ সোলাঙ্কির কথায়, ‘‘গত বারে ৮টি পুরসভায় জিতেছিলাম। পরে আরও ৫টি হাতে আসে। এ বার সহযোগী দল ও সমর্থিত নির্দলদের সঙ্গে নিয়ে ২৪টি বোর্ড গঠন করব আমরা।’’ একটি করে পুরসভা দখল করেছে এনসিপি ও বিএসপি। চারটি নির্দলের হাতে। আর ছ’টি পুরসভায় কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন