Narendra Modi

নিরাপত্তার অভাব, মিলল না মোদী-রাহুলের রোড শোয়ের অনুমতি

কিন্তু, অমদাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে এক সঙ্গে এতগুলো হেভিওয়েট নেতার রোড শো হলে প্রচুর জনসমাগম হবে।

Advertisement

সংবাদ সংস্থা

অমদাবাদ শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৭ ১৭:০৯
Share:

নিরাপত্তাজনিত কারণে অমদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি রাহুল গাঁধীর রোড শো-এর অনুমতি মিলল না। রোড শো-র অনুমতি দেওয়া হয়নি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেও।

Advertisement

গুজরাতে দ্বিতীয় দফার নির্বাচন বৃহস্পতিবার। আগামী কাল, অর্থাৎ মঙ্গলবারই প্রচারের শেষ দিন। এই দিনটিকে পুরোপুরি কাজে লাগাতে কসুর করছে না কংগ্রেস-বিজেপি কোনও দলই। সে জন্যই আগামী কাল অমদাবাদে রোড শো করার কথা ছিল নরেন্দ্র মোদী, অমিত শাহের। কথা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রোড শো করবেন। পাশাপাশি, রোড শোয়ের পরিকল্পনা করেছিলেন কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি রাহুলও।

কিন্তু, অমদাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে এক সঙ্গে এতগুলো হেভিওয়েট নেতার রোড শো হলে প্রচুর জনসমাগম হবে। আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে। একই সঙ্গে মোদী, রাহুলের নিরাপত্তা দিকটিও বিশেষ গুরুত্বপূর্ণ।

Advertisement

আরও পড়ুন: শীলজ থাকবে হার্দিকের পাশেই, কিন্তু গোটা পাটিদার সমাজ থাকবে কি?

নিরাপত্তা এবং আইনশৃঙ্খলাজনিত কারণেই মঙ্গলবার রোড শো করার অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অমদাবাদের পুলিশ কমিশনার এ কে সিংহ।

গুজরাত নির্বাচন নিয়ে সব খবর পড়তে এখানে ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন