Rahul Gandhi

রাহুলের সাক্ষাৎকার সম্প্রচার বন্ধের নির্দেশ কমিশনের

চ্যানেলগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছে কমিশন। পাশাপাশি নোটিস পাঠানো হয়েছে রাহুল গাঁধীকেও।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭ ২২:০০
Share:

ফাইল ছবি।

বৃহস্পতিবার গুজরাতের দ্বিতীয় দফার নির্বাচন। তার আগের দিন অর্থাৎ বুধবার কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সাক্ষাৎকার সম্প্রচার করে নির্বাচন কমিশনের কোপে বেশ কয়েকটি টিভি চ্যানেল।

Advertisement

চ্যানেলগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছে কমিশন। পাশাপাশি নোটিস পাঠানো হয়েছে রাহুল গাঁধীকেও।

বুধবারই এই মর্মে গুজরাতের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট চ্যানেলগুলির বিরুদ্ধে এফআইআর করার জন্য। নির্বাচন কমিশনের নির্দেশ পাওয়ার পরই রাহুলের সাক্ষাৎকার বন্ধ করে দেওয়া হয়। জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর আওয়ায় চ্যানেল গুলির বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: ভোটের এই গুজরাতে আর যাই থাক, ‘গুজরাত মডেল’ নেই

এ দিন সাক্ষাৎকার দেখানোর পর বিষয়টি নিয়ে কমিশনে অভিযোগ জানায় বিজেপি। তাদের দাবি ছিল, সাক্ষাৎকারটি গুজরাত নির্বাচনকেন্দ্রিক। ফলে কী ভাবে দ্বিতীয় দফার ভোটের ৪৮ ঘণ্টার আগে তা দেখানো হয়। এই অভিযোগ পাওয়ার পরই বিষয়টি নিয়ে পদক্ষেপ করল কমিশন। এর পর অবশ্য একই অভিযোগ তুলে সরব কংগ্রেসও।

গুজরাত নির্বাচন নিয়ে সব খবর পড়তে এখানে ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন