Viral Video

গানের আসরে ৫০০, ১০০ টাকার বৃষ্টি! মাঝরাতে ৪ কোটির নোট কুড়োলেন শিল্পী, প্রকাশ্যে ভিডিয়ো

গুজরাতের লোকসঙ্গীত শিল্পী গীতা রবারী সম্প্রতি কচ্ছ এলাকায় একটি গানের আসরের আয়োজন করেছিলেন। সারা রাত ধরে সেই আসরে গানবাজনা চলে। গীতার গানে মুগ্ধ হন শ্রোতারা।

Advertisement

সংবাদ সংস্থা

আমদাবাদ শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১১:০৮
Share:

গুজরাতে গানের আসরে কোটি কোটি টাকা ওড়ানো হল। ছবি: সংগৃহীত।

শিল্পীর কণ্ঠে মুগ্ধ হয়ে গুচ্ছ গুচ্ছ টাকা ওড়ালেন শ্রোতারা। সেই টাকা কুড়িয়ে কোটিপতি হলেন গুজরাতি শিল্পী। নোট গুনে দেখা গেল, মোট ৪ কোটি টাকা পেয়েছেন তিনি।

Advertisement

গুজরাতের লোকসঙ্গীত শিল্পী গীতা রবারী সম্প্রতি কচ্ছ এলাকায় একটি গানের আসরের আয়োজন করেছিলেন। সারা রাত ধরে সেই আসরে গানবাজনা চলে। গীতার গানে মুগ্ধ হন শ্রোতারা। অনেকেই খুশি হয়ে টাকা উড়িয়েছেন। গীতার আশপাশে টাকার নোটের পাহাড় জমে যায়।

গীতার গানের আসরের ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, মেঝেতে পাতা কার্পেটের উপর বসে হারমোনিয়াম বাজিয়ে গান করছেন গীতা। জমকালো পোশাক এবং নানা গয়নায় সেজেছেন তিনি। তাঁর পাশে কয়েক জন যুবক দাঁড়িয়ে আছেন। তাঁরা যে যেমন পারছেন টাকা ছড়িয়ে দিচ্ছেন। ৫০০, ১০০ এমনকি ২০ টাকার নোটও ওড়ানো হয়েছে ওই গানের আসরে। যদিও ভাইরাল এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

লোকসঙ্গীতে গীতার জনপ্রিয়তা কম নয়। কেউ কেউ তাঁকে ‘কচ্ছের কোয়েল’ বলে ডাকেন। আঞ্চলিক ভাষায় ‘রোমা সের মা’ গানটির জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন গীতা। তাঁর গলায় ভজনও শ্রোতাদের খুব প্রিয়। গুজরাতের সংস্কৃতিকে গানের মাধ্যমে তুলে ধরেন গীতা। সেই কারণেই রাজ্যের সংস্কৃতিপ্রিয় শ্রোতাদের গীতার গান এত ভাল লাগে। লোকের মুখে মুখে ঘোরে তাঁর গানের কলি।

এর আগেও একাধিক গানের আসরে ডাক পেয়েছিলেন গীতা। প্রায়ই তাঁর আসরে টাকা উড়তে দেখা যায়। সম্প্রতি ওই গানের আসরটির শেষে গুনে দেখা যায়, গীতা প্রায় ৪ কোটি টাকা পেয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন