বৃষ্টিতে জলমগ্ন গুজরাতের হিম্মতনগর। ছবি: সংগৃহীত।
ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাতের বিস্তীর্ণ অঞ্চল। সবচেয়ে খারাপ পরিস্থিতি রাজ্যের হিম্মতনগরে। সেখানে প্রায় এক মানুষসমান জল। বাড়ি, গাড়ি সব জলের তলায়। অভিজাত এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়েছে। বাসিন্দারা জলে আটকে থাকায় ক্ষোভ বাড়তে শুরু করেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে।
বেশ কয়েকটি ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে এসেছে হিম্মতনগরের বিভিন্ন এলাকার। যদিও সেই সব ছবি বা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো এবং ছবিতে দেখা গিয়েছে, কোথাও একতলাসমান জল, কোথাও কোমরসমান, কোথাও আবার এক মানুষসমান জল। গাড়িগুলি জলে ডুবে রয়েছে। শুধু গাড়ির ছাদ জলের উপরে। হিম্মতনগরের বেশ কয়েকটি হাউসিং সোসাইটির একই ছবি। শগুন, পরিশ্রম, শাস্ত্রীনগর, চাপারিয়া-সহ বেশ কয়েকটি হাউসিং সোসাইটি জলমগ্ন হয়ে পড়েছে।
তবে পরিস্থিতি এখনই উন্নতি হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আরও ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ফলে আতঙ্কে ভুগছেন হিম্মতনগরের বাসিন্দারা। মৌসম ভবন জানিয়েছে, সৌরাষ্ট্র, কচ্ছ এবং দক্ষিণ গুজরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।