Counter-Terrorism Operation

ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর! জঙ্গিদের খোঁজে কাঠুয়ার জঙ্গলে সেনা, চলছে গুলির লড়াই

গোপন সূত্রে খবর পেয়ে কাঠুয়ার রামকোট এলাকায় তল্লাশি অভিযান শুরু করে যৌথবাহিনী। সেই সময়েই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিরা গোলাবর্ষণ শুরু করে। পাল্টা জবাব দেন জওয়ানেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ২১:৪৬
Share:

জঙ্গিদের খোঁজে তল্লাশি। —ফাইল চিত্র।

আবার উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। শনিবার বিকেলের পর থেকেই উপত্যকার কাঠুয়া জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে নিরাপত্তাবাহিনীর। গোপন সূত্রে খবর পেয়ে কাঠুয়ার রামকোট এলাকায় তল্লাশি অভিযান শুরু করে যৌথবাহিনী। সেই সময়ই জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গিরা গোলাবর্ষণ শুরু করে। পাল্টা জবাব দেন জওয়ানেরা। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। শুধু তা-ই নয়, স্থানীয়দেরও ঘরের বাইরে বার হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চেয়ে পাঠানো হয়েছে অতিরিক্ত বাহিনীকে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল কাঠুয়ার গভীর জঙ্গলে তিন জঙ্গি লুকিয়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতেই সেখানে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। জঙ্গলের মধ্যে যখন আতিপাতি করে খোঁজ চালাচ্ছিল তারা, তখন আচমকাই উঁচু পার্বত্য এলাকা থেকে ছুটে আসে একের পর এক গুলি। পাল্টা গুলি চালান নিরাপত্তাবাহিনীর কর্মীরাও। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনও দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে। কোনও জঙ্গির মৃত্যুর খবর মেলেনি।

যে এলাকায় জঙ্গি দমন অভিযান চলছে, সেই এলাকার ছ’-সাত কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে। সেনা তো বটেই, ওই এলাকায় রয়েছে এনএসজি, পুলিশ, স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি), সিআরপিএফ এবং বিএসএফের কর্মীরা। আকাশপথে নজরদারি চালানো হচ্ছে। জঙ্গিদের সন্ধানে ওড়ানো হচ্ছে ড্রোনও। প্রশিক্ষণরত কুকুর দিয়ে জঙ্গলে খোঁজ চালানো হচ্ছে বলেই খবর। পাশাপাশি, জঙ্গিরা যাতে ওই এলাকা ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে না পারে, সেই কারণে অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement