Hackers

 ‘বাড়ি থেকে কাজ’ পর্বে হ্যাকার দৌরাত্ম্য বাড়ল, ভারতে শিকার ৩ কোটি ৬০ লক্ষ

ক্যাস্পারস্কাই-এর গবেষকরা জানাচ্ছেন, গত বছরের তুলনায় এ বছরে রিমোট ডেস্কটপ প্রোটোকল (আরডিপি)-এ হানা বেড়েছে হ্যাকারদের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ১৭:১৫
Share:

প্রতীকী ছবি।

বাড়ি থেকে অফিসের কাজ করছেন? তা হলে এখনই সাবধান হয়ে যান। কারণ, নীরবে আপনার কম্পিউটারে হানা দিচ্ছে হ্যাকাররা। আর হাতিয়ে নিচ্ছে গোপন তথ্য। সম্প্রতি এমনই একটি তথ্য উঠে এসেছে এক সমীক্ষায়।

ক্যাস্পারস্কাই-এর গবেষকরা জানাচ্ছেন, গত বছরের তুলনায় এ বছরে রিমোট ডেস্কটপ প্রোটোকল (আরডিপি)-এ হানা বেড়েছে হ্যাকারদের। আর এটা হয়েছে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর হার বাড়ার কারণে। ক্যাস্পারস্কাই-এর গবেষকদের দাবি, এ বছরের জানুয়ারি থেকে নভেম্বরের বিশ্ব জুড়ে মধ্যে ৩৩০ কোটি আরডিপি-তে হ্যাকার হানা হয়েছে। সেখানে ভারতে এই সংখ্যাটা ৩ কোটি ৬০ লক্ষ।

গবেষকরা বলছেন, যে সব কর্মীরা বাড়িতে বসে কাজ করছেন, অনেকেই থার্ড পার্টি পরিষেবা ব্যবহার করেছেন। তা ছাড়া অনেক কম্পিউটার ঠিকমতো কনফিগার না করার দরুন হ্যাকাররা সেই ফাঁক খুজে নিঃশব্দে হানা দিচ্ছে। ফাঁদে ফেলার জন্য প্রায় ১৬ লক্ষ ‘ম্যালিসাস’ ফাইল ছড়িয়ে দিয়েছে হ্যাকাররা। যেগুলো মেসেঞ্জার এবং অনলাইন কনফারেন্সিং অ্যাপের মধ্য দিয়ে সিস্টেমে ঢুকে যাচ্ছে। ফলে অনেক অযাচিত বিজ্ঞাপন ভরে যাচ্ছে কম্পিউটারে। সেগুলোতে ক্লিক করতেই ব্যবহারকারীরা শিকার হচ্ছেন হ্যাকারদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন