গ্রেফতার এনামউদ্দিন

আদালতের নির্দেশে গ্রেফতার করা হল হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যানকে। পুরনো একটি মামলার শুনানিতে আজ হাইলাকান্দির এসিজেএম আদালতে হাজির হয়েছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এনামউদ্দিন। তাঁর বিরুদ্ধে ২০১৩ সালে হাইলাকান্দি শহরের রাস্তায় কর্তব্যরত এক পুলিশকর্মীকে মারধর করার অভিযোগ ছিল।

Advertisement
শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০২:৫২
Share:

আদালতের নির্দেশে গ্রেফতার করা হল হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যানকে। পুরনো একটি মামলার শুনানিতে আজ হাইলাকান্দির এসিজেএম আদালতে হাজির হয়েছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এনামউদ্দিন। তাঁর বিরুদ্ধে ২০১৩ সালে হাইলাকান্দি শহরের রাস্তায় কর্তব্যরত এক পুলিশকর্মীকে মারধর করার অভিযোগ ছিল। তখন এ নিয়ে মামলা দায়ের করা হলেও প্রভাবশালী ব্যক্তি হওয়ায় পুলিশ তাঁকে গ্রেফতার করেনি বলে অভিযোগ। এনামউদ্দিন হচ্ছেন হাইলাকান্দির প্রভাবশালী কংগ্রেস নেতা। এ দিন সেই মামলার শুনানিতে আদালতে হাজির হন তিনি। বিচারক এ কে বরুয়া দু’পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে এনামউদ্দিনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement