National News

স্ত্রী হরজিৎকে নয়, জেলে হানিপ্রীতকেই দেখতে চান ‘বাবা’

জেলে তাঁর সঙ্গে কারা দেখা করতে আসবেন, তার একটি তালিকা সোমবার সুনারিয়া জেল কর্তৃপক্ষের হাতে দিয়েছেন রাম রহিম। সেখানে ১০ জনের নাম রয়েছে। জানিয়েছেন, তালিকার ওই দশ জনের সঙ্গেই দেখা করতে চান তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ১২:১৭
Share:

ফাইল ছবি।

দেখতে চান ‘পালিত কন্যা’ হানিপ্রীতকে। কিন্তু, স্ত্রী হরজিৎ কৌরের নাম উল্লেখও পর্যন্ত করলেন না বন্দি ‘বাবা’ রাম রহিম।

Advertisement

জেলে তাঁর সঙ্গে কারা দেখা করতে আসবেন, তার একটি তালিকা সোমবার সুনারিয়া জেল কর্তৃপক্ষের হাতে দিয়েছেন রাম রহিম। সেখানে ১০ জনের নাম রয়েছে। জানিয়েছেন, তালিকার ওই দশ জনের সঙ্গেই দেখা করতে চান তিনি। তার প্রথমেই রয়েছে হানিপ্রীত ইনসানের নাম। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই তালিকায় নেই রাম রহিমের স্ত্রী হরজিৎ কৌরের নাম।

আরও পড়ুন: হানিপ্রীতের সন্ধান পেতে নেপাল সীমান্তে ছুটল পুলিশ

Advertisement

আরও পড়ুন: জেলের কুঠুরিতে একাই বিড়বিড় করছেন গুরমিত

তালিকায় রয়েছেন গুরমিতের মা নসিব কৌর, ছেলে জসমিত ইনসান, নাতনি হুসানপ্রীত ইনসান, মেয়ে অমরপ্রীত ইনসান এবং চরণপ্রীত ইনসান, নাতি শান-ই-মিত এবং রুহ-ই-মিত, ডেরার চেয়ারপার্সন বিপাসনা এবং দান সিংহের নাম। তবে এই তালিকায় নেই বাবা রাম রহিমের স্ত্রীর।

আরও পড়ুন: কোথায় হানিপ্রীত? জেরবার পুলিশ

প্রথম দিন জেলে যাওয়ার সময়ও হানিপ্রীতের সঙ্গেই রাত্রিবাস করতে চেয়েছিলেন রাম রহিম। তবে সেই সময় কারা কর্তৃপক্ষের তরফে বাবার ‘আবদার’ খারিজ করে দেওয়া হয়েছিল।

পুলিশ জানিয়েছে, ডেরার চেয়ারপার্সন বিপাসনা ছাড়া রাম রহিমের দেওয়া তালিকার বেশির ভাগই পলাতক। রাম রহিম জেলে যাওয়ার পর থেকেই ডেরা ছেড়েছেন তাঁর পরিবারের বেশির ভাগ সদস্যই। এরমধ্যেই হানিপ্রীতের নামে জারি হয়েছে লুক আউট নোটিশ। তাঁকে খুঁজতে রাজ্য জুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: হানিপ্রীতকে সাহায্য করায় পঞ্চকুলা থেকে গ্রেফতার এক কেমিস্ট

সিরসার পুলিশ সুপার অশ্বিন শেনভি জানিয়েছেন, রাম রহিমের পরিবারের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে এখনও পর্যন্ত বাবার দেওয়া নামের তালিকা খতিয়ে দেখতে পারেনি কারা কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন