Employer Gives Car

দীপাবলি উপলক্ষে কর্মীদের গাড়ি দিলেন সংস্থার মালিক, বললেন, তাঁরাই আসল ‘সেলেব্রিটি’

সমাজ মাধ্যমে প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, দফতরের ১২ জন কর্মীর হাতে গাড়ির চাবি তুলে দিচ্ছেল মালিক এমকে ভাটিয়া। এমনকি দফতরের সহায়ককেও গাড়ি দিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ ১৯:৩৮
Share:

কর্মীদের হাতে গাড়ির চাবি তুলে দিলেন মালিক। ছবি: এক্স।

দীপাবলিতে নতুন গাড়ি! স্বপ্ন হয়তো ছিল অনেকেরই, কিন্তু তা যে এ ভাবে পূরণ হবে, ভাবতেও পারেননি ওষুধ প্রস্তুতকারী সংস্থার কর্মীরা। দীপাবলি উপলক্ষে তাঁদের টাটা সংস্থার নতুন গাড়ি দিয়েছেন মালিক। হরিয়ানার পাঞ্চকুল্লার ঘটনা। সংস্থার মালিক জানিয়েছেন, কর্মীরাই তাঁর কাছে ‘সেলেব্রিটি’।

Advertisement

সমাজ মাধ্যমে প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, দফতরের ১২ জন কর্মীর হাতে গাড়ির চাবি তুলে দিচ্ছেল মালিক এমকে ভাটিয়া। এমনকি দফতরের সহায়ককেও গাড়ি দিয়েছেন তিনি। গাড়ির চাবি হাতে নিয়ে উচ্ছ্বসিত কর্মীরা। একটি সংবাদ মাধ্যমকে ভাটিয়া জানান, কর্মীদের কঠোর পরিশ্রমে তিনি দারুণ খুশি। সংস্থার উন্নতিতেও তাঁদের বড় ভূমিকা রয়েছে। তাঁরাই আসলে ‘সেলেব্রিটি’। ভাটিয়া এও জানিয়েছেন, অনেক বছর ধরেই কর্মীদের এ ভাবেই দেখে আসছেন তিনি। এখন সংবাদ মাধ্যমে তা প্রকাশিত হয়েছে। সংস্থা অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে। তবু এই কর্মীরা নিজেদের কাজে অবিচল ছিলেন বলেও জানিয়েছেন ভাটিয়া।

প্রসঙ্গত, এক মাস আগেই কর্মীদের গাড়ি উপহার দিয়েছিলেন ভাটিয়া। এখন তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাটিয়া জানিয়েছেন, দীপাবলির কথা মাথায় রেখে তখন এই উপহার দেননি। সংস্থার এক কর্মী শিল্পী বলেন, ‘‘আট বছর আগে এখানে কাজে যোগ দিয়েছিলাম। তখন স্যর কর্মীদের গাড়ি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। বলেছিলেন, এটা তাঁর স্বপ্ন। এ বার সেই স্বপ্ন পূরণ হল।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন