Mayawati

মায়াবতীর পাশের এই যুবক কি উত্তরাধিকারী? জানেন ইনি কে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পাঁচ বছর আগে এনেছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলের যুব সংগঠনের দায়িত্ব সেই অভিষেকের হাতেই। এ বার সে পথেই হাঁটছেন মায়াবতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ১৪:২৭
Share:

মায়াবতীয় সঙ্গে ভাইপো আকাশ কুমার। নিজস্ব চিত্র।

মায়াবতী কি রাজনৈতিক উত্তরাধিকারী খুঁজে পেলেন? অন্তত গত কয়েক দিনের বহুজন সমাজবাদী পার্টি নেত্রীর সমস্ত অনুষ্ঠানের ছবি দেখলে তেমনটাই মনে হবে। দিন দুয়েক আগে মায়াবতীর জন্মদিনে নিরাপত্তা বলয়ের মধ্যে একটি নীল স্যুট পরা এক যুবককে নিয়ে উৎসাহী উত্তরপ্রদেশের রাজনৈতিক মহল। লন্ডনে পড়াশোনা শেষ করে ফেরা এই যুবকের নাম আকাশ কুমার। সম্পর্কে তিনি মায়াবতীর ভাইপো। এ বারেই লোকসভা নির্বাচনে অভিষেক হতে পারে আকাশ কুমারের। তবে সিদ্ধান্ত নেবেন মায়াবতীই।

Advertisement

দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র নতুন কিছু নয়। নেহেরু-গাঁধী পরিবার থেকে শুরু করে লালুপ্রসাদ-মুলায়মের পরিবার দেশের রাজনীতিতে সক্রিয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পাঁচ বছর আগে এনেছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলের যুব সংগঠনের দায়িত্ব সেই অভিষেকের হাতেই। এ বার সে পথেই হাঁটছেন মায়াবতী। ভাইপো আকাশ কুমারের হাতেই দলের যুব সংগঠনের দায়িত্ব তুলে দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

মায়াবতীর ভাই আনন্দ কুমারের ছেলে আকাশ। লন্ডনে এমবিএ করে ফিরেছেন। সম্প্রতি দলের নেতাদের এক ঘরোয়া বৈঠকে বহুজন সমাজ পার্টির নেত্রী জানিয়েছেন, এ বার থেকে দলের কাজ দেখবেন আকাশ। তবে আপাতত তাঁকে কোনও পদ দেওয়া হয়নি। ২৪ বছরের আকাশকে আধুনিকদলিত মুখ হিসেবে তুলে ধরতে চাইছে দল। এমনিতে রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধে অনেক বার বলেছেন মায়াবতী। কিন্তু ভাই আনন্দ কুমারকে দলের রাষ্ট্রীয় সহ-সভাপতি করার পর থেকে তাঁর বিরুদ্ধেই পরিবারতন্ত্রের অভিযোগ উঠতে শুরু করে। ২০১৯ লোকসভা নির্বাচনে ভাইপোর ওপরে ভরসা করেই লড়তে চাইছেন পিসি মায়াবতী। এখন দেখার সেই পদক্ষেপে কতটা সফল হন বহেনজি!

Advertisement

আরও পড়ুন: মোদীর ‘ভোট-কুম্ভে’ ডুব দিতে চান রাহুলও

২০১৪ সালের লোকসভায় পরাজয়ের পর থেকেই দলের সোশ্যাল মিডিয়ায় পরিচিতি তৈরি করতে চাইছিলেন মায়াবতী। সে সময়েই আকাশের সঙ্গে পরামর্শ করেন তিনি। এরপরেই আকাশকে দলের সোশ্যাল মিডিয়ার দায়িত্ব দেওয়া হয়। যদিও কখনও সামনে আসেননি আকাশ। নোটবাতিলের সময়েই তাঁর নাম সংবাদ মাধ্যমে আসে। যদিও দলের সহ-সভাপতি পদে ভাই আনন্দ কুমারকে বসান এবং পরে সরিয়ে দেন মায়াবতী। এরপর থেকেই দলের উত্তরাধিকার নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি। কেননা, আনন্দ কুমার খুব একটা সক্রিয় ভাবে রাজনীতি করতে পারেননি। আর সে কারণেই এ বার ভাইপো আকাশকে আনতে চাইছেন তিনি।

আরও পড়ুন: ১৩ কিমি রাস্তা উদ্বোধনে সাড়ে তিন হাজার কিমি পথ পাড়ি! টুইটারে ট্রোলড মোদী

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement