Advertisement
E-Paper

১৩ কিমি রাস্তা উদ্বোধনে সাড়ে তিন হাজার কিমি পথ পাড়ি! টুইটারে ট্রোলড মোদী

এ বার মোদীকে দেখুন, ১৩ কিলোমিটার লম্বা দুই লেনের একটি বাইপাস উদ্বোধন করতে ৩ হাজার ৫০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ১০:৫৭
কোল্লাম বাইপাসের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি পিটিআইয়ের সৌজন্যে।

কোল্লাম বাইপাসের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি পিটিআইয়ের সৌজন্যে।

দু’টি প্রকল্পের উদ্বোধনেমঙ্গলবার কেরল গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে ১৩ কিলোমিটার দীর্ঘ কোল্লাম বাইপাস ছিল অন্যতম। বহু প্রতীক্ষিত এই প্রকল্প উদ্বোধন করতে গিয়ে নেট দুনিয়ায় ট্রোলড হলেন দেশের প্রধানমন্ত্রী। মূলত সেখানকার শাসক দল সিপিএমের সমর্থক ও বুদ্ধিজীবী সমালোচনাতেই বিদ্ধ হয়েছেন তিনি।

প্রকল্পের উদ্বোধন নিয়ে সমালোচনার সুরটি ছিল কম বেশি একই রকম।

মালয়ালাম লেখক এএস মাধবন টুইটে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছেন, ‘স্মৃতি ইরানির উপর আমার সম্মান হঠাত্ই বেড়ে গেল। তিনি তো তাও বাড়ির কাছে একটা সিটি স্ক্যান মেশিনের উদ্বোধনে গিয়েছিলেন। এ বার মোদীকে দেখুন, ১৩ কিলোমিটার লম্বা দুই লেনের একটি বাইপাস উদ্বোধন করতে ৩ হাজার ৫০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন তিনি।’

মোদীকে ট্রোলড করা এই সব বার্তায় #PavanayiModiAyi, #OduModiKandamVazhi, হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।

খুশবু সিংহ নামের এক ইউজার লিখেছেন, ‘বাইপাস উদ্বোধনের জন্য মোদীর কেরল আসাকে কী বলবেন?’

আরও পড়ুন: মোদীর ‘ভোট-কুম্ভে’ ডুব দিতে চান রাহুলও

কেরলের সাংবাদিক অনিল ফিলিপ লিখেছেন, ‘৪৭ বছর আগে জাতীয় সড়কের উপর এই ১৩.১৪ কিলোমিটার বাইপাস করার প্রস্তাব দেওয়া হয়েছিল। ৪০ বছর আগে এ জন্য জমি অধিগ্রহণ করা হয়। এই রাস্তা তৈরির কাজ শুরু হয় ২৮ বছর আগে। অথচ আজ সকলেই এই বাইপাস তৈরির প্রশংসা কুড়োতে মাঠে নেমে পড়েছে।’

বিজেপি অবশ্য মোদীর এই ট্রোলিংকে মোটেই হাল্কা ভাবে নেয়নি। বিজেপির রাজ্যসভারসাংসদ ভি মুরলীধর সিপিএমকে দুষে বলেছেন, “প্রধানমন্ত্রী এখানে এসেছেন দু’টি প্রকল্পের উদ্বোধন ও একটি রাজনৈতিক মিটিং করতে। প্রথম দু’টি তাঁর কর্তব্য, পরেরটি তাঁর অধিকার।”

আরও পড়ুন: ‘রহস্যময়’ আন্তর্জাতিক পুরস্কার মোদীকে! কে দিল, কেন দিল? নেই উত্তর

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)

Mdi Trolled Kollam Bypass Narendra Modi Prime minister in Kerala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy