শইকিয়া কমিশন অবৈধ, খুশি প্রফুল্ল

অসমে গুপ্তহত্যার তদন্তে কংগ্রেস আমলে তৈরি কে এন শইকিয়া কমিশনকে অবৈধ ঘোষণা করল গৌহাটি হাইকোর্ট। উচ্চ আদালতের মতে, কমিশনটি গঠনে নিয়ম মানা হয়নি। ফলে ২০০৭-এ তারা যে রিপোর্ট দিয়েছিল, তার বৈধতা থাকল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০৩:১৯
Share:

প্রফুল্ল মহন্ত

অসমে গুপ্তহত্যার তদন্তে কংগ্রেস আমলে তৈরি কে এন শইকিয়া কমিশনকে অবৈধ ঘোষণা করল গৌহাটি হাইকোর্ট। উচ্চ আদালতের মতে, কমিশনটি গঠনে নিয়ম মানা হয়নি। ফলে ২০০৭-এ তারা যে রিপোর্ট দিয়েছিল, তার বৈধতা থাকল না। ওই রিপোর্টে বলা হয়েছিল, প্রফুল্ল মহন্ত অসমের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী থাকা কালে তাঁর জ্ঞাতসারেই গুপ্তহত্যা চলেছে রাজ্যে। কমিশনের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা করেন মহন্ত। সোমবার সেই মামলার রায় দেন গৌহাটি হাইকোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া।

Advertisement

২০০১-এ ক্ষমতায় এসে তরুণ গগৈ সরকার অগপ আমলে হওয়া গুপ্তহত্যার তদন্তে কমিশন গড়ে অবসরপ্রাপ্ত বিচারপতি মীরা শর্মার নেতৃত্বে। ২০০৩-এ কমিশনের দায়িত্ব পান অবসরপ্রাপ্ত বিচারপতি জে এন শর্মা। ৬টি ঘটনায় ১১ জনের হত্যার মামলার তদন্তভার কমিশনকে দেওয়া হয়েছিল। ২০০৫-এ আগের কমিশন বাতিল করে কে এন শইকিয়া কমিশনকে গুপ্তহত্যার তদন্তের দায়িত্ব দেয় মন্ত্রিসভা। বিচারপতি জানান, বিধানসভার অনুমোদন ছাড়াই ও গেজেট বিজ্ঞপ্তি না দিয়েই শুধুমাত্র মন্ত্রিসভার সিদ্ধান্তে গঠিত শইকিয়া কমিশনের বৈধতা নেই। কমিশন কোন মামলাগুলির তদন্ত করবে তা-ও সরকার ঠিক করে দেয়নি। কমিশন তার ইচ্ছা মতো সিদ্ধান্ত নিয়েছে। কমিশন ২১টি মামলার তদন্তভার সিআইডিকে দিতে বললেও পর্যাপ্ত প্রমাণের অভাবে সেই মামলাগুলিও বন্ধ করে দেওয়া হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন