HD Kumaraswamy

জোটের বিষ পান করে ‘আমি নীলকণ্ঠ’, কেঁদেই ফেললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী

কেঁদে ফেললেন কুমারস্বামী। কিন্তু কেন? জোট সরকারের প্রসঙ্গে নিজেকে নীলকণ্ঠ বলে উল্লেখ কর্নাটকের মুখ্যমন্ত্রীর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৮ ১২:৫৬
Share:

এইচ ডি কুমারস্বামী। বেঙ্গালুরুর সভায়। ছবি: পিটিআই

কেঁদে ফেললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। কর্নাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারের প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করতে গিয়ে নিজেকে নীলকণ্ঠ বলে উল্লেখ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। আর তার পরেই কেঁদে ফেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

Advertisement

কুমারস্বামী জানান, তিনি মুখ্যমন্ত্রী হওয়ায় দলীয় কর্মীরা খুশি হলেও তিনি নিজে একেবারেই খুশি নন। কারণ কর্নাটকের মানুষের ইচ্ছাপূরণ হচ্ছে না। কারণ জোট সরকারের মুখ্যমন্ত্রী তিনি। জেডিএস রাজ্যবাসীর থেকে পূর্ণ সমর্থন পায়নি।

তিনি ক্ষমতার শীর্ষে থাকলেও নীলকণ্ঠর মত বিষপান করতে হচ্ছে তাঁকে, বেঙ্গালুরুর সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন কুমারস্বামী। তাঁর কথায়, তিনি জানেন, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে রাজ্যবাসী খুশি। তবে তিনি কীসের মধ্যে দিয়ে যাচ্ছেন, তিনিই জানেন। প্রভু মহাদেবের মত বিষপান করতে বাধ্য হচ্ছেন তিনি। বলতে বলতে কেঁদে ফেলেন তিনি। চোখ মুছতেও দেখা যায় তাঁকে।

Advertisement

বেঙ্গালুরুতে জেডিএসের একটি সভায় কুমারস্বামী বলেন, ভোটের আগে তিনি মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, এ জন্য বেশ কিছু প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি অসুখী। এই পদ ত্যাগও করতে পারেন তিনি। যেখানে যান, সেখানেই জনতা তাঁকে কৃষিঋণ মকুব করার জন্য ধন্যবাদ জানায়। তাঁর কথায়, বাবার ইচ্ছা অনুযায়ী, কৃষক, শ্রমিক ও পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য কাজ করতে চান তিনি। সেই কারণেই মুখ্যমন্ত্রী হয়েছেন।

আরও পড়ুন: সেক্রেড গেমস বাবার অবদান খাটো করতে পারবে না: রাহুল​

কর্নাটকের নির্বাচনের পর কংগ্রেস বেশি আসন পেলেও মুখ্যমন্ত্রিত্ব তাঁরা ছেড়ে দিয়েছে জেডিএসের কুমারস্বামীকে। তবে ক্ষমতায় আসার পর থেকেই দফতর বণ্টন, কৃষিঋণ মকুব, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির মতো বেশ কিছু ইস্যুতে জেডিএস-কংগ্রেস দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ে। কুমারস্বামীর সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। কিন্তু তাতেও সমস্যা মেটেনি।

আরও পড়ুন: কমছে সোনা-রুপোর দাম, জে​নে রাখুন এই বিষয়গুলি

জাগুয়ারকে কুমির শিকার করতে দেখেছেন কখনও? দেখুন ভিডিয়ো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন