গণপিটুনিতে হত পুলিশ, এ বার সেই রাজসমন্দে 

পুলিশ জানিয়েছে, কানওয়ারিয়া এলাকার বাসিন্দা বছর আটচল্লিশের হেড কনস্টেবল আব্দুল গনি একটি জমি সংক্রান্ত বিবাদের তদন্ত করতে গিয়েছিলেন। সেখানে কয়েক জনের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। তার পরেই হঠাৎ জনতা আক্রমণ করে গনিকে।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৯ ০৪:০৩
Share:

হেড কনস্টেবল আব্দুল গনি

তথাকথিত ‘লাভ জেহাদ’-এর জেরে বাঙালি শ্রমিক আফরাজুলকে কুপিয়ে, পুড়িয়ে খুনের ঘটনায় ২০১৭ সালে শিরোনামে এসেছিল রাজস্থানের রাজসমন্দ। এ বার সেই জেলাতেই পুলিশকর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল।

Advertisement

পুলিশ জানিয়েছে, কানওয়ারিয়া এলাকার বাসিন্দা বছর আটচল্লিশের হেড কনস্টেবল আব্দুল গনি একটি জমি সংক্রান্ত বিবাদের তদন্ত করতে গিয়েছিলেন। সেখানে কয়েক জনের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। তার পরেই হঠাৎ জনতা আক্রমণ করে গনিকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বড় ধাক্কা খেয়েছেন রাজস্থান পুলিশের কর্মীরা। গণপিটুনির তদন্ত করতে ঘটনাস্থলে গিয়েছেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ অফিসারেরা।

নরেন্দ্র মোদী জমানায় একাধিক বার গণপিটুনির অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে। রাজস্থানে তথাকথিত গোরক্ষকদের বিরুদ্ধে পেহলু খান ও রাকবর খানকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ২০১৫ সালে উত্তরপ্রদেশের দাদরিতে মহম্মদ আখলাককে একই ভাবে খুনের অভিযোগ ওঠে। পরে আখলাক মামলার তদন্তকারী অফিসার সুবোধকুমার সিংহও বুলন্দশহরে গণপিটুনির ফলে নিহত হন। গণপিটুনি রুখতে নয়া আইন তৈরি করতে বলেছে সুপ্রিম কোর্ট। এই ধরনের ঘটনা মোকাবিলায় বিধিও তৈরি করে শীর্ষ আদালত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন